Thursday, August 21, 2025

“এত উন্নয়ন তা সত্ত্বেও লোকসভায় কেন কোনও আসন পেলাম না? কী অপরাধ করেছি?” উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে স্থানীয় ভোটারদের প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benarjee)। তিনি বলেন, দার্জিলিংয়ের(Darjeeling) সমস্যার সমাধান করতে পারবে একমাত্র তৃণমূল।

এবার আর জগাই-মাধাই-গদাই নয়, বিজেপি, কংগ্রেস, সিপিআইএমকে এদিন অং-বং-সং বলে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

লোকসভার নির্বাচনে তৃণমূলের হারের ইতিহাস মুছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশা করেন মমতা তিনি অভিযোগ করেন, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম একসঙ্গে কাজ করছে। রামকৃষ্ণ কথামৃত লেখা ছিল অং-বং-সং। এই তিনটি দলও তাই। এরা সকালে উঠে আমাকে গালি দিতে শুরু করে। ২০১৪ সালের ভোটে বলেছিল জিতলে ৭টি চা বাগান খুলে দেবে। কিন্তু খোলেনি। ২০১৯ লোকসভাতে উত্তরবঙ্গ থেকে একটাও আসনও পাইনি তৃণমূল।

মমতা বলেন, “সব কাজ করে দেওয়া হয়েছে। একটা লোক ৮ বছরে আর কতটা করতে পারে! করোনার জন্যে একবছর নষ্ট। যা বাকি, সবাই দুয়ারে সরকারে কাছে যান। পেয়ে যাবেন”। প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি। চা বাগান খুলবে বলেও খোলেনি। বিজেপি চাকরির ফর্ম বিলি করছে। কেন্দ্রে ২ কোটি চাকরির কথা বলেছিল বিজেপি। দুই লক্ষও দেয়নি। আর এখন ফর্ম বিলি করছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি গোর্খাল্যান্ডের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করেছে। এতোদিনে পাহাড়ের মানুষ তাদের বুঝে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিইনি বলে ভোট পায়নি। তবে দার্জিলিং সমস্যার সমাধান করতে পারে একমাত্র তৃণমূলই।

এরপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বলেন, জলপাইগুড়ি জেলায় উত্তরকন্যা, সার্কিট বেঞ্চ আছে। বেঙ্গল সাফারিটাও জলপাইগুড়িতে তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে( Alipurdiwar( নতুন বিশ্ববিদ্যালয়ে করে দেওয়া হচ্ছে।’ জলপাইগুড়িতে (Jalpaiguri) সভার থেকে হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশে যান তিনি। পরের দিন কোচবিহারে(Coochbehar)সভা করবেন মমতা। বৃহস্পতিবার কলকাতা ফিরবেন তিনি।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version