Tuesday, May 6, 2025

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর এবার পোস্টার (Poster) পড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা মদন মিত্রের (Madan Mitra) নামে। দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas) সোনারপুরের (Sonarpur) বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মদন মিত্রের পোস্টারে ছয়লাপ করে ফেলেছেন দিদির সৈনিকরা। পোস্টারগুলিতে মদন মিত্রর ছবির সঙ্গে লেখা, “ছিলো, আছে, থাকবে”, “কাজই যার ধর্ম”। সৌজন্যে “আমরা দিদির সৈনিক”। আজ, মঙ্গলবার সকাল থেকে এই পোস্টার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

তবে “বেসুরো” রাজীব, শুভেন্দুর পোস্টারের সঙ্গে বিস্তর পার্থক্য রয়েছে মদনের নামে লাগানো পোস্টারের। মদন মিত্রর অনুগামীদের এই পোষ্টের মাধ্যমে বার্তা দিয়েছেন বিদ্রোহ নয়, ঐক্যের। বরং তাঁরা বুঝিয়েছে, তাঁদের দাদা অর্থাৎ মদন মিত্র দলের সঙ্গে, দলনেত্রী সঙ্গে রয়েছেন।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যে মদন মিত্রের গুরুত্ব বেড়েছে তা স্পষ্ট। পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ পদে ফেরানো হয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রীকে। এসবের মধ্যেই সোনারপুরে মদনের পোস্টার যে দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্যের পরিচয় তা বলার অপেক্ষা রাখে না।

সোনারপুরে মদনের পোস্টার প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলেন, “আজকাল তো এসব নিয়ে হইচই শুরু হয়ে যায়। মদন তো আমাদেরই। এতে কোনও অসুবিধার তো কিছু নেই। এ নিয়ে এতো আলোচনারই বা কী আছে।”

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version