Friday, August 22, 2025

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর এবার পোস্টার (Poster) পড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা মদন মিত্রের (Madan Mitra) নামে। দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas) সোনারপুরের (Sonarpur) বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মদন মিত্রের পোস্টারে ছয়লাপ করে ফেলেছেন দিদির সৈনিকরা। পোস্টারগুলিতে মদন মিত্রর ছবির সঙ্গে লেখা, “ছিলো, আছে, থাকবে”, “কাজই যার ধর্ম”। সৌজন্যে “আমরা দিদির সৈনিক”। আজ, মঙ্গলবার সকাল থেকে এই পোস্টার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

তবে “বেসুরো” রাজীব, শুভেন্দুর পোস্টারের সঙ্গে বিস্তর পার্থক্য রয়েছে মদনের নামে লাগানো পোস্টারের। মদন মিত্রর অনুগামীদের এই পোষ্টের মাধ্যমে বার্তা দিয়েছেন বিদ্রোহ নয়, ঐক্যের। বরং তাঁরা বুঝিয়েছে, তাঁদের দাদা অর্থাৎ মদন মিত্র দলের সঙ্গে, দলনেত্রী সঙ্গে রয়েছেন।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যে মদন মিত্রের গুরুত্ব বেড়েছে তা স্পষ্ট। পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ পদে ফেরানো হয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রীকে। এসবের মধ্যেই সোনারপুরে মদনের পোস্টার যে দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্যের পরিচয় তা বলার অপেক্ষা রাখে না।

সোনারপুরে মদনের পোস্টার প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলেন, “আজকাল তো এসব নিয়ে হইচই শুরু হয়ে যায়। মদন তো আমাদেরই। এতে কোনও অসুবিধার তো কিছু নেই। এ নিয়ে এতো আলোচনারই বা কী আছে।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version