Wednesday, November 5, 2025

ফের মোদি সরকারের নয়া আইন, এবার সরকারি চাকরিতেও ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা

Date:

কৃষি ও শ্রম আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তেতে উঠেছে গোটা দেশ। এরই মাঝে এক নয়া আইন(Law) দেশজুড়ে বলবৎ করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Government employee)। সরকারের নতুন এই আইনে এবার ঘুম ছুটেছে কর্মীদের। আইন অনুযায়ী চাকরির মেয়াদ ৩০ বছর হলেই যে কোনও দফতরের কর্মীকে বসিয়ে দিতে পারে সংশ্লিষ্ট বিভাগ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রককে(Central ministry) ইতিমধ্যেই এই আইন লাগু করবার জন্য ছাড় দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী এখন থেকে সরকারি দফতর যদি মনে করে কোনও কর্মীর কাজ আশানুরূপ নয় সেক্ষেত্রে তাকে বসিয়ে দেওয়া হতে পারে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই গত তিন মাসে একাধিক সরকারি দফতর বেশ কিছু কর্মীর তালিকা তৈরি করা শুরু করেছে। সেই সমস্ত কর্মীদের কাজে খুশি নন তাদের বিভাগীয় প্রধান। অনুমান করা হচ্ছে পরবর্তী অর্থ বর্ষের আগেই বহু সরকারি কর্মী ও আধিকারিক এই আইনের জেরে চাকরি হারাতে পারেন। এক্ষেত্রে শীর্ষ আদালতে মামলা করতে পারবেন না চাকরি হারানো ওই সরকারি কর্মী। কারণ শীর্ষ আদালতে(Supreme court) এই আইনকে মঞ্জুরি দিয়েছে।

আরও পড়ুন:বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

প্রসঙ্গত, এতদিন নিয়ম ছিল সরকারি কর্মীদের বয়স অন্তত ৫৫ হলে তাঁকে স্বেচ্ছা অবসর দেওয়া হতো। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী বেশকিছু সরকারি কর্মী যারা পেনশন নিয়মের মধ্যে পড়েন না তাদের তিন মাসের মাইনে হাতে দিয়ে সংশ্লিষ্ট দপ্তর বসিয়ে দিতে পারবে। কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে চাকরিরত এমন অনেক কর্মী রয়েছেন যারা ৫০ থেকে ৫৫ বছর বয়সী এবং ৩০ বছরের চাকরিজীবন পূর্ণ করেছেন। এই সমস্ত কর্মীদের জন্যই এখন আলাদা রেজিস্টার তৈরি করা শুরু হয়েছে। তাদের কাজের সমস্ত খুঁটিনাটির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট আধিকারিক। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে গত আগস্ট মাস থেকে বলবৎ করা হবে নতুন এই আইন।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version