Monday, August 25, 2025

পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

Date:

Share post:

শুভেন্দু-রাজীব-জিতেন্দ্র পর্বের মাঝে এবার “বেসুরো” বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal)। তাঁর দল তৃণমূল কংগ্রেস (TMC) ও ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prasanta Kishore) উপর ক্ষোভ উগরে দিয়ে কার্যত “বিদ্রোহী” সুনীল। প্রয়োজনে দল ছাড়ারও হুমকি দেন তিনি।

পিকে সম্পর্কে কার্যত বোমা ফাটিয়ে তৃণমূল সাংসদ বলেন, “ও বাংলার রাজনীতির কী বোঝে? সাংগঠনিক শক্তি যদি কোনও দলে মজবুত না হয় তাহলে সে দল বেশিদিন টিকে থাকতে পারে না। যে পয়সা নিয়ে রাজনীতি করে সে কিছুই বোঝে। ভাড়াটে সৈন্য দিয়ে কখনও যুদ্ধ জয় করা যায় না। ওই স্তাবকেরা কথা বলবে, আদেশ দেবে সেটা মেনে নেব না। ওর থেকে আমাদের লেখাপড়া ও রাজনৈতিক শিক্ষা যথেষ্ট বেশি। এইভাবে একটা দল চলতে পারে না।”

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে তৃণমূল সাংসদ আরও বলেন, “দল এই বিপদের সময়ও একজোট হচ্ছে না। খোকন দাস, জিতেন্দ্র তিওয়ারি বোমা ফাটিয়েছেন। এরা সবাই দলের যোগ্য সৈনিক। দলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বাধ্য হয়ে সবাই বোমা ফাটাচ্ছে। আর দলের মধ্যে যারা তোলাবাজ, যারা বিভ্রান্তির সৃষ্টি করছে তারাই দলে ভাল পদ পাচ্ছে। এটা নিয়েই তৃণমূলের যাঁরা প্রকৃত কর্মী তাঁদের ক্ষোভ বাড়ছে। এবং আগামীদিনে তা আরও বাড়বে।”

এদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে আজ সাক্ষাৎ করতে পারেন সুনীল মণ্ডল। বুধবার বিকেলে নাকি শুভেন্দু বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যাবেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি, সুনীল মণ্ডল ও শুভেন্দু অধিকারীর নামে ব্যানার দেখা যায় বর্ধমান পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। ব্যানারে লেখা ছিল, “সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই।” এই ব্যানার প্রসঙ্গে সাংসদ সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া ছিল, “মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ”। ফলে এবার “বেসুরো” সংসদ সুনীল মন্ডলকে নিয়ে যে চরম অস্বস্তিতে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-উপাচার্য নিয়োগ নিয়ে বাগযুদ্ধ রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...