Thursday, August 21, 2025

জিতেন্দ্র তিওয়ারির দুই ঘনিষ্ঠের ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা

Date:

দুই তৃণমূল নেতার দু’টি ফেসবুক পোস্ট৷ তা নিয়েই জল্পনা তুঙ্গে৷

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর জন্মদিন ছিলো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)৷ ফেসবুক পোস্ট করে শুভেন্দুকে ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ জানালেন আসানসোল (Asansol) পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tewari) ছায়াসঙ্গী তথা পুরসভায় তৃণমূলের বিদায়ী দুই কাউন্সিলর৷ আর এই ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।

ফেসবুক পোস্ট করে দুই তৃণমূল নেতা অভিজিৎ আচার্য এবং অমিত তুলসিয়ান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে ছবিসহ শুভেন্দু অধিকারীকে ‘শুভেচ্ছা’ জানিয়েছেন, তাতে জল্পনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়৷ আর এই দু’জন জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ হওয়ার কারনে তাঁকে ঘিরেও তৈরি হয়েছে গুঞ্জন৷

শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি দিয়ে শুভেন্দুকেই ‘পশ্চিমবঙ্গের জননেতা’ উল্লেখ করে অভিজিৎ আচার্য ও অমিত তুলসিয়ান পোস্ট করায় আসানসোল তথা রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, তাঁর দুই ঘনিষ্ঠ যদি ‘শুভেন্দু অনুগামী’ হন, তাহলে জিতেন্দ্র তিওয়ারিও কী শুভেন্দুর পথেই হাঁটবেন? দলীয় বৈঠক এড়ানোর পর জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর অনুগামীদের নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বেড়ে চলেছে। তবে নিজেদের ঘনিষ্ঠ মহলে দুই বিদায়ী কাউন্সিলর স্পষ্ট জানিয়েছেন, “আমরা দাদার অনুগামী অবশ্যই, তবে সেই দাদার নাম জিতেন্দ্র তিওয়ারি৷ আমরা জিতেন্দ্র দাদার অনুগামী। দাদার পথই আমার পথ”।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version