Monday, August 25, 2025

নবান্নের আপত্তি অগ্রাহ্য করে তিন আইপিএস (IPS) অফিসার রাজীব মিশ্র (RAJIB MISRA), প্রবীণ ত্রিপাঠি (PRAVEEN TRIPATHI)) এবং ভোলানাথ পাণ্ডেকে (BHOLANATH PANDEY)ডেপুটেশনে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রক সূত্রে ওই খবর মিলেছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(JP NADDA) কনভয়ে হামলার পর নবান্নে চিঠি দিয়ে তিন আইপিএস অফিসার- রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে দিল্লি ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তাতে আপত্তি জানায় নবান্ন। রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে জানানো হয়, ওই তিন অফিসারকে ছাড়া হবে না।

আরও পড়ুন:৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন, কৃতিত্বের দাবিতে আসরে তৃণমূল-বিজেপি

সূত্রের খবর, বৃহস্পতিবার ওই তিন অফিসারকে দ্রুত রিপোর্ট করতে বলে ফের চিঠি দিয়েছে কেন্দ্র। তিনজনকে ইতিমধ্যেই ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন আইপিএসের মধ্যে রাজীব মিশ্রকে পাঁচ বছরের জন্য পাঠানো হয়েছে আইটিবিপি-তে (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)। প্রবীণ ত্রিপাঠিকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে এসএসবি-তে (সাবসিডিয়ারি ইনটেলিজেন্স ব্যুরো) এবং ভোলানাথ পাণ্ডেকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে বিপিআরডি-তে (ব্যুরো অব পুলিশ রিসার্চ)। তিনটি নিয়োগই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version