Breaking: বৈধ নয় শুভেন্দুর ইস্তফা, এখনই গ্রহণ করলেন না স্পিকার

বিশ্ব বাংলা সংবাদের ( biswa bangla sangbad) এই খবরটিও মিলল।

বৈধ নয় শুভেন্দু অধিকারীর ( shubhendu adhikari) ইস্তফাপত্র।
এখনই গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার ( speaker) বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বদলি

তিনি বলেছেন,” সচিবালয়ে জমা দেওয়া ইস্তফাপত্রটি তিনি পয়েছেন। খতিয়ে দেখে তারপর নির্দেশ দেবেন। ততক্ষণ কিছু বলা যাবে না।”

জানা গিয়েছে, শুভেন্দুর ইস্তফার পদ্ধতি এবং বয়ানে কিছু ত্রুটি আছে। তা রুলবুকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে একবাক্যে স্পিকারের পক্ষে তা গ্রহণ করা কঠিন। তাই সময় নিচ্ছেন স্পিকার। সূত্রের খবর, ত্রুটিগুলি জানিয়ে শুভেন্দুকে চিঠিও দেওয়া হতে পারে।

 

Previous articleমুখ্যমন্ত্রীর সভামঞ্চে স্থান না পেয়ে ক্ষুব্ধ কোচবিহারের পুর প্রশাসক
Next articleএকটানা ৮ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম