কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বদলি

কলকাতা হাইকোর্টের (Calcutta high court) অন্যতম দুই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (sanjeev banerjee) ও জয়মাল্য বাগচিকে (joymalyo bagchi) অন্য রাজ্যের হাইকোর্টে বদলি করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের (madras high court) প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচি যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে (andhra high court)। কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন।

কলেজিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের বদলির নির্দেশ এসেছে। জম্মু-কাশ্মীর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল যোগ দেবেন কলকাতা হাইকোর্টে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিতে চলা বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব সহ অন্যান্য উৎসবে মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির মত ঐতিহাসিক রায় দিয়েছিল।

 

Previous articleকলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার
Next articleকর ছাড় পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়