Monday, November 10, 2025

সোমবার আইএসএলের ( Isl) সপ্তম ম‍্যাচে এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan) মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি(Bengaluru fc)। তার আগে চনমনে মেজাজে বাগান ফুটবলাররা। জামসেদপুরের বিরুদ্ধে হার এবং হায়দরাবাদের ড্রয়ের পর এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে আন্তনিয়ে লোপেজ হাবাসের দল (Habas)। বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে এই জয়, দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন বাগান কোচ হাবাস।

শেষ ম‍্যাচে দুরন্ত সেভ করে দলকে জয় এনে দিয়েছেন এটিক মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam bhattacharya)। যার জন‍্য প্রশংসিত হচ্ছেন বাঙালি এই গোলরক্ষক। দলকে ভরসা দিতে পেরে অরিন্দম বলেন, “শেষ মুহূর্তে একটা বল বাঁচিয়েছি বলেই দল জিতেছে। এর জন‍্য অনেকেই আমাকে কৃতিত্ব দিচ্ছে। সেটা ভাল লাগছে ঠিকই। কিন্তু গোল অক্ষত রেখে ড্রেসিংরুমে ফেরাটাই যে কোনও কিপারের কাছে চ‍্যালেঞ্জ। আমি সেটাই করেছি। এটাই আমার কাজ। ”

এফসি গোয়া ম‍্যাচ এখন অতীত। সামনে এবার সুনীল চেত্রীর(sunil chhetri) বেঙ্গালুরুর এফসি। সেই ম‍্যাচ নিয়ে অরিন্দম বলছেন, “বেঙ্গালুরুর গতবারের মতন শক্তিশালী দেখাচ্ছে না। তা বলে ওদের কম গুরুত্ব না দেওয়ার কোন কারন নেই। বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে ম‍াঠ ছাড়তে চান অরিন্দম।

এফসি গোয়ার বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়েছেন কাল ম‍্যাকহিউ। এখনও আইএসএলের ৬টি ম‍্যাচে দু বার ম‍্যাচের সেরা হয়েছেন তিনি। এ ব‍্যাপারে ম‍্যাকহিউ বলেন, “৬ ম‍্যাচে দুবার সেরা হয়ে আত্মবিশ্বাস বাড়ছে। এই প‍্যারফমেন্স ধরে রাখতে হবে।” সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে সুনীলদের সমীহ এটিকে এমবির এই বিদেশি ফুটবলারের।

আরও পড়ুন :মারাদোনার দেহ সংরক্ষণ করা হবে, জানাল আদালত

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version