Monday, November 3, 2025

বাবুলের পরে জিতেন্দ্রতে নারাজ দিলীপ থেকে সায়ন্তন

Date:

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে একই দিনে দল ছেড়েছেন আসানসোলের প্রাক্তন পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারিও (Jitendra Tiwari)। স্বাভাবিক ভাবেই জল্পনা তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেবেন তিনি। কিন্তু সেই জল্পনা শুরুতেই জিতেন্দ্রকে দলে নেওয়া নিয়ে আপত্তি শুরু হয়েছে। গেরুয়া শিবিরের অন্দরে প্রথমেই আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এর বিরোধিতা করেন। তারপরেই বাবুলকে সমর্থন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu), অগ্নিমিত্রা পালরা (Agnimitra Pal)।

জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মন্তব্যকে সমর্থন করে দিলীপ ঘোষ বলেন, আগে উন্নয়নের কাজে বাধা দিয়েছেন জিতেন্দ্র। এমনকী চৌরাস্তায় বাবুলের বুকে ইট মারা হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ। ফলে বাবুলের প্রতিক্রিয়া স্বাভাবিক বলে মত বিজেপির রাজ্য সভাপতির।

তবে, তৃণমূলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে আহ্বান জানানো হবে কি না সেই নিয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানান দিলীপ।

আর জিতেন্দ্রর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই বাবুল সুপ্রিয় স্যোশাল মিডিয়ায় অভিযোগ করেন, “বিজেপির লোকজনকে মেরেছেন জিতেন্দ্র। তাঁকে যেন দলে না নেওয়া হয় এই চেষ্টা আমি করব”।

বাবুলকে সমর্থন জানিয়ে সায়ন্তন বসু বলেন, জিতেন্দ্রকে নিয়ে সমস্যা আছে। “জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছিল জিতেন্দ্র। ওর সম্পর্কে যাবতীয় রিপোর্টে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছি”।

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালও। তিনিও জিতেন্দ্রকে বিজেপিতে নেওয়ার বিষয় সম্মত নন বলে মত প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে জিতেন্দ্রকে দলে নিয়ে বিজেপি নেতা-কর্মীদের বিরাগভাজন হবে কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন-নাড্ডার কনভয়ে হামলা: ফের মুখ্যসচিব-ডিজিকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্য চায় ভিডিও কনফারেন্সে

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version