মোদির অফিস সাড়ে সাত কোটিতে বিক্রির বিজ্ঞাপন OLX-এ!

অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে!

মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করে। এবার নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বারাণসীর সাংসদ কার্যালয়টি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ই-কমার্স সাইট OLX-এ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বারাণসীতে।

OLX-এ ছবি পোস্ট করে নরেন্দ্র মোদির বারাণসীর সাংসদ কার্যালয়টি বিক্রির জন্য একটি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল। সেখানে মোদির সাংসদ কার্যালয়টিকে নথিভুক্ত করা হয়েছিল একটি ভিলা হিসেবে। তাতে লেখা হয়েছিল ওই ‘ভিলা’য় রয়েছে চারটি ঘর, চারটি শৌচাগার, এবং প্রায় সাড়ে ৬ হাজার স্কয়্যার ফুটের ফাঁকা জায়গা। বাড়িটির একাধিক ছবি পোস্ট করা হয়েছিল। সেখানে ‘ভিলা’র দাম ধার্য করা হয় সাড়ে সাত কোটি টাকা। এরপরই মাথায় হাত স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের। জানা গিয়েছে, দল বা প্রধানমন্ত্রীর কোনও প্রতিনিধি ওই বিজ্ঞাপন দেননি। এখন প্রশ্ন হল, ওই বিজ্ঞাপন এল কোথা থেকে? এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। বারাণসী পুলিশ আগে ওই ই-কমার্স সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয়। জানা যায় লক্ষ্মীকান্ত ওঝা নামের এক ব্যক্তি OLX-এ বিজ্ঞাপনটি দিয়েছিলেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-রাজনীতির স্বার্থেই কৃষকদের ব্যবহার, ফের বিরোধীদের তোপ মোদির