বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়, জানাল হাইকোর্ট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়৷ দীর্ঘদিন ধরে কোনও মহিলা নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না৷ সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট৷
আদালতের বক্তব্য , ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচনা দেওয়া হয়৷ তিনি ‘না’ বললেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার৷ শুধুমাত্র সেক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে৷
দিল্লি হাইকোর্ট আরও বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় একে ধর্ষণ হিসাবে গণ্য করা হতে পারে৷ কিন্তু দিনের পর দিন দুজনের সহমতে যদি ঘনিষ্ঠতা হয় এবং তারা যদি যৌন সম্পর্ক স্থাপন করেন, সেক্ষেত্রে তিকে ধর্ষণ বলা যাবে না৷
সম্প্রতি এক ধর্ষণের মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
এক মহিলা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এক ব্যক্তি। পরে বিয়ে করতে অস্বীকার করেন তিনি।
ওই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিভু ভাকরু জানিয়েছেন, সবক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না। দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে কোনও মহিলা সহমত হলে তা ধর্ষণ নয়। বরং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসাবে গণ্য করা হবে যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

Previous articleহাসিনা-মোদি শীর্ষ সম্মেলন , পারস্পরিক সহযোগিতায়  জোর 
Next articleব্রেকফাস্ট নিউজ