Wednesday, August 20, 2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়, জানাল হাইকোর্ট

Date:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়৷ দীর্ঘদিন ধরে কোনও মহিলা নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না৷ সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট৷
আদালতের বক্তব্য , ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচনা দেওয়া হয়৷ তিনি ‘না’ বললেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার৷ শুধুমাত্র সেক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে৷
দিল্লি হাইকোর্ট আরও বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় একে ধর্ষণ হিসাবে গণ্য করা হতে পারে৷ কিন্তু দিনের পর দিন দুজনের সহমতে যদি ঘনিষ্ঠতা হয় এবং তারা যদি যৌন সম্পর্ক স্থাপন করেন, সেক্ষেত্রে তিকে ধর্ষণ বলা যাবে না৷
সম্প্রতি এক ধর্ষণের মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
এক মহিলা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এক ব্যক্তি। পরে বিয়ে করতে অস্বীকার করেন তিনি।
ওই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিভু ভাকরু জানিয়েছেন, সবক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না। দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে কোনও মহিলা সহমত হলে তা ধর্ষণ নয়। বরং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসাবে গণ্য করা হবে যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version