Friday, November 7, 2025

‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে ফোন করলেন অনুব্রত মণ্ডল

Date:

Share post:

তথাকথিত ‘বিক্ষুব্ধ’ নেতাদের সঙ্গে কথা বলা শুরু করলো তৃণমূল (Trinamool Congress)৷

কালনার ‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে (Biswajit Kundu) ফোন করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, বিশ্বজিৎকে ফোন করে অনুব্রত বলেছেন, “তুই কোথাও যাস না। তোর মত ছেলেকে দলের খুবই প্রয়োজন। তুই চলে আয়।” এই ফোনের কথা বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু নিজেই জানিয়েছেন৷

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শোনা যাচ্ছে, শনিবার তাঁর বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, শুভেন্দুর সঙ্গে আরও কয়েকজন তৃণমূল বিধায়ক নাকি বিজেপিতে যোগ দেবেন৷ এমনই দাবি করেছে শুভেন্দু-শিবির৷ আর সেই তালিকায় রয়েছে বিশ্বজিৎ কুণ্ডুর নাম৷ গত বুধবার রাতে কাঁকসায় সাংসদ সুনীল মন্ডলের (Sunil Mondal) বাড়িতে শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকেও যোগ দেন কালনার এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক৷

এই পরিস্থিতিতে ভাঙ্গন রুখতে তৎপরতা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)৷ জানা গিয়েছে, এই সব বিষয়েই তিনি শীর্ষ রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন৷ ওদিকে ‘বিদ্রোহী’ হিসাবে উঠে আসা নেতা- মন্ত্রী- বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার কাজও শুরু হয়েছে৷ তাঁদের ক্ষোভ বিক্ষোভ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে। সে মতোই কালনার বিধায়ককে ফোন করেন অনুব্রত মণ্ডল।

ফোন প্রসঙ্গে বিশ্বজিৎ কুণ্ডুর বক্তব্য, “অনেকদিন ধরেই আমি এলাকার বাসিন্দাদের ক্ষোভের কথা দলের জেলা সভাপতি থেকে শুরু করে শীর্ষ নেতাদের অনেককেই জানিয়েছিলাম। তখন আমার বক্তব্যকে গুরুত্বই দেওয়া হয়নি। এখন তাদের অনেকেই ফোন করছে। বেশিরভাগ ফোন আমি ধরছি না। তবে মলয়দাকে ভালোবাসি। তাঁর সঙ্গে কথা হয়েছে। অনুব্রত মণ্ডলও ফোন করেছিলেন। তিনি বলেছেন, “তোর মতো ছেলে কেন যাবে৷ তুই কোথাও যাবি না।” তিনি বলেন, “হয়তো বিজেপিতে যাওয়ার যে জল্পনার কথা নানা মহলে উঠছে সে কথাই উনি বলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে কাঁকসা গিয়েছিলাম। সেজন্যই হয়তো উনি ওই কথা বলেছেন। আমি যাতে দল না ছাড়ি সেটাই বলতে চেয়েছেন অনুব্রত মণ্ডল।” কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেছেন, “এখনও দল ছাড়ার কথা ভাবিনি৷ শুভেন্দু অধিকারীর প্রস্তাব ভেবে দেখবো৷”

বিশ্বজিৎ কুণ্ডু একথা বললেও রাজনৈতিক মহল নজর রাখছে শনিবারের অমিত শাহের সভার দিকে৷ এখন দেখার, ফোনালাপের পর বিশ্বজিৎ কুণ্ডু শনিবারই বিজেপিতে যোগ দেন কি’না ৷

আরও পড়ুন-মালদহে বৈঠক ডেপুটি ইলেকশন কমিশনারের, হাজির চার ডিএম

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...