Saturday, November 8, 2025

তাঁরা দলেই আছেন, শাহের সভায় বিজেপিতে যোগদানের মিথ্যা ঘোষণা দুই তৃণমূল নেতার নামে!

Date:

মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) হাইভোল্টেজ জনসভায় বিজেপিতে মেগা যোগদানের তালিকায় হঠাৎ তাঁদের নাম! তালিকা দেখে আকাশ থেকে পড়লেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। তাঁরা দলও ছাড়েননি, বিজেপিতে যোগদানের কোনও প্রসঙ্গ ওঠেনি। কিন্তু শাহের মঞ্চের ঘোষক “যোগদান মেলায়” কেন তাঁদের নাম মুখে আনলেন? শুধু তাই নয়, রাজ্য বিজেপি মিডিয়া সেল ফলাও করে এদের নাম সমস্ত সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দিলেন!

অবাক কাণ্ড! বিজেপিতে যোগদানকারী হিসেবে শাহের জনসভায় ঘোষকের তারস্বরে ঘোষণার পর তৃণমূলের এই নেতাদের খোঁজ নিয়ে দেখা গেল কোথায় মেদিনীপুর? কোথায় অমিত শাহের সভা? আদপে তাঁরা তখন কলকাতায় বাড়িতে রয়েছেন।

এঁদের মধ্যে একজন দেবাশিস জানা (Debasish Jana)! যিনি বিধাননগর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বিজেপিতে (BJP) যোগদানকারীর তালিকায় নাম ছিল তাঁদেরও। ঘোষণাও করা হয় তাঁর নাম। কিন্তু মঞ্চে দেখা যায়নি দেবাশিসকে। ওয়াইজুল হককে।

এবিষয়ে দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, “ওয়াইজুল হক নাকি জয়েন করেছেন, দেবাশিস জানা নাকি জয়েন করেছেন? না ওরা জয়েন করেননি। ওটা ভুল, মিথ্যে।”

শুধু তাই নয়, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মণের নামও বিজেপির প্রকাশিত তালিকায় ছিল। যদিও সভার পরই জেলা তৃণমূলের পার্টি অফিসে এসে তাঁর স্পষ্ট ঘোষণা, “আমি বিজেপিতে যাচ্ছি না, আমি তৃণমূল কংগ্রেসেই আছি।”

উল্লেখ্য, প্রফুল্ল বর্মন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের স্বামী। এ প্রসঙ্গে তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “কেন প্রফুল্ল বর্মনের নাম ঘোষণা করা হল এই বিষয়ে আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আদালতের দারস্থ হব।” তবে কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পালকে দল থেকে বহিষ্কার করা হল বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আরও পড়ুন- আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version