Monday, November 10, 2025

শাহের অনুষ্ঠানে থাকবে না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, সিদ্ধান্ত বিশ্বভারতীর

Date:

ভোটের মুখে ২ দিনের সফরে ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরে মেগা যোগদান পর্ব সেরে তিনি বোলপুরে যাবেন আগামীকাল অর্থাৎ রবিবার। তবে আগামীকালের শাহের (Amit Shah) অনুষ্ঠানে কোনও ব্যক্তিত্ব হাজির থাকবেন না। এমনই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হওয়ার সুবাদে স্বপন দাশগুপ্ত ছাড়া আর কেউ থাকছেন না অনুষ্ঠানে। এমনকী, বাদ পড়েছেন BJP নেতা অনুপম হাজরাও।

রবিবার বোলপুরে অমিত শাহের সভা। শেষবেলার প্রস্ততি তুঙ্গে। গোটা শহরে বিজেপির ফ্ল্যাগ-ব্যানার, বাঁশের ব্যারিকেড। রবিবার শহরের ডাক বাংলো মাঠ থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত হবে পদযাত্রা। গতকাল বিশ্বভারতীর ক্যাম্পাসের প্রবেশপথে চোখে পড়ে অমিত শাহকে (Amit Shah) নিয়ে একটি রাজনৈতিক পোস্টার। সেই পোস্টারে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে ক্যালিগ্রাফিও। আর তার ওপরে অমিত শাহের (Amit Shah) ছবি। এই পোস্টারকে ঘিরে শুরু হয় জোর জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে এই কাজের চূড়ান্ত নিন্দা ও প্রতিবাদ করা হয়। পাল্টা এই কাজ তৃণমূল করেছে বলে অভিযোগ তোলে বিজেপি।

আরও পড়ুন- আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সূত্রের খবর, বিতর্ক এড়াতেই রবিবার অমিত শাহের অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে অংশগ্রহণ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপার যখন বোলপুরে নামবে, তখন হেলিপ্যাডেও থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেবেন স্বপন দাশগুপ্ত। কারণ, তিনি বিশ্বভারতীর কোর্ট মেম্বার।

আরও পড়ুন- তাঁরা দলেই আছেন, শাহের সভায় বিজেপিতে যোগদানের মিথ্যা ঘোষণা দুই তৃণমূল নেতার নামে!

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version