Thursday, August 28, 2025

‘কেন ভারত’ থেকে আজ ‘ভারত নয় কেন’? বণিক সভায় সাফল্যের গল্প শোনালেন মোদি

Date:

একটা সময় ছিল যখন বলা হতো ‘কেন ভারত’?(Why India) সেই অবস্থার পরিবর্তন হয়ে বর্তমানে ‘ভারত নয় কেন’?(why not India) বর্তমান সরকারের ক্ষমতায় এই উত্তরণই সবচেয়ে বড় সফলতা শনিবার অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া(Assocham)-এর সভায় এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর আরও দাবি, তাঁর সরকার যে সমস্ত সংস্কার এনেছে তাতে ভারত সম্পর্কে বিশ্ববাসীর ধারণাটাই বদলে গিয়েছে। একই সঙ্গে এই মঞ্চ থেকেই আগামী ২৭ বছরের অর্থনৈতিক রূপরেখা বেঁধে দিলেন নরেন্দ্র মোদি।

শনিবার অ্যাসোচ্যাম-এর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগে ভারতে বিনিয়োগের কথা উঠলে বিশ্বের লোক প্রশ্ন করত ভারত কেন! বিশ্ববাসীর ভাবধারা বর্তমানে পরিবর্তিত হয়েছে। এখন প্রশ্ন ওঠে ভারত নয়ই বা কেন? পাশাপাশি এদিনের অনুষ্ঠানে টাটা গোষ্ঠীর প্রধান হিসেবে রতন টাটার হাতে তিনি তুলে দেন অ্যাসোচ্যাম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড। এছাড়াও এদিন ভারতের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে ভারতের অবস্থান নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। ১৩০ কোটি ভারতবসীর আশা ও স্বপ্ন এটাকে সম্ভব করেছেন।

আরও পড়ুন:অমিতের সভায় বিজেপিতে কারা যোগ দেবেন? নজর রাখুন

প্রসঙ্গত, অ্যাসোচামের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের থিম করা হয়েছে ইন্ডিয়াস রেসিলিয়েন্স: আত্মনির্ভর রোডম্যাপ টুওয়ার্ডস ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমি। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত বক্তৃতা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, নরেন্দ্র সিং তোমার, নীতিন গড়করি, রবিশঙ্কর প্রসাদের মত কেন্দ্রীয় মন্ত্রীরা।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version