Tuesday, November 11, 2025

দু’দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। আর কিছুক্ষণ পরেই মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা।

সূত্রের খবর যোগ দেবেন
শীলভদ্র দত্ত, ব্যারাকপুর (তৃণমূল) বনশ্রী মাইতি, কাঁথি উত্তর (তৃণমূল) বিশ্বজিৎ কুণ্ডু, কালনা (তৃণমূল) দীপালি বিশ্বাস, গাজোল (তৃণমূল) সুকরা মুণ্ডা, নাগরাকাটা (তৃণমূল) সৈকত পাঁজা, পূর্ব বর্ধমান (তৃণমূল) অশোক দিন্দা, তমলুক (সিপিআই) তাপসী মণ্ডল, হলদিয়া (সিপিএম) সুদীপ মুখোপাধ্যায়, পুরুলিয়া (কংগ্রেস)।
বিজেপিতে যোগদানকারী নেতাদের তালিকা তালিকায় আছেন নয় বিধায়ক। এদের মধ্যে ছ’জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। বিজেপির তালিকায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে( উত্তর কাঁথি), হলদিয়া তমলুকের বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। এছাড়াও যোগ দেবেন কালনা ও পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দিচ্ছেন ছয় সংখ্যালঘু নেতাও।
এছাড়াও একঝাঁক সাংসদ ও বিধায়ক বিজেপিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে । সেই তালিকায় আছে সুনীল মণ্ডল (সাংসদ), দশরথ তিরকে( প্রাক্তন সাংসদ), উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, পুরুলিয়ার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু, কালনার বিধায়ক, সৈকত পাঁজা , পূর্ব বর্ধমানের বিধায়ক,ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়।
এখন চূড়ান্ত ছবিটা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version