Monday, May 5, 2025

নির্বাচনের পরেও দল ভাঙাবে বিজেপি, মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা

Date:

একুশের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ দখলের লড়াইয়ে তৃণমূল সরকারকে(TMC government) চাপে রাখতে কোনওরকম কার্পণ্য করছে না বিজেপি(BJP)। দল ভাঙানোর পাশাপাশি রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এই দাবীতে রীতিমতো সরব হয়েছে গেরুয়া শিবির। এই সমস্ত কিছুর মাঝেই রাজ্যের তিন আইপিএসের ডেপুটেশন ডাকা হয়েছে। সব মিলিয়ে যথেষ্ট চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এহেন পরিস্থিতির মাঝেই একে একে মমতার পাশে এসে দাঁড়িয়েছেন কেজরিওয়াল, ভূপেশ বাঘেল(Bhupesh Baghel), অশোক গেহলটের(Ashok Gahlot) মতো নেতারা। সেই ধারা অব্যাহত রেখে এবার মমতার পাশে দাঁড়ালেন অটল জামানার প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা(Yashwant Sinha)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ষড়যন্ত্র সম্পর্কে রীতিমত সতর্ক করে দিলেন তিনি।

শুক্রবার রাতে একটি টুইটে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা লেখেন, ‘নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে বিজেপি। নির্বাচনের পর আরো একদফা এই সার্জিকাল স্ট্রাইক চালানো হবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে তৃণমূলকে। বিজেপির এই ষড়যন্ত্র আটকাতে গেলে বিপুলসংখ্যক আসন নিয়ে জিতে আসতে হবে তৃণমূলকে অন্য আর কোনও বিকল্প নেই এটাই এখন সময়ের দাবি।’ অর্থাৎ তৃণমূলকে সতর্ক করে দিয়ে এদিন যশবন্ত সিনহা জানিয়ে দিলেন বিজেপি সার্জিক্যাল স্ট্রাইক শুধু ভোটের আগে নয়, ভোটের পরেও হতে পারে।

আরও পড়ুন:গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

উল্লেখ্য, বিগত কয়েকদিনে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছড়ার কথা ঘোষণা করেছেন। এটা বেশ স্পষ্ট যে এই সমস্ত নেতারা তার শনিবার অমিত শাহের সহ মঞ্চে বিজেপিতে যোগ দিতে চলেছেন। এহেন পরিস্থিতিতে দল ভাঙানোর যে খেলা বিজেপি শুরু করেছে তা যে এখনই থামার নয় এটা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহের বিরাগভাজন বিজেপি নেতা যশবন্ত সিনহা।

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...
Exit mobile version