ফের ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি

🔹সেনসেক্স ৪৬,৯৬০.৬৯ (⬆️ ৭০.৩৫)

🔹নিফটি ১৩,৭৬০ (⬆️১৯.৮৫)

বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭০.৩৫ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৯৬০.৬৯। এনএসই নিফটি (NSE Nifty) ১৯.৮৫ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে হয়েছে ১৩,৭৬০।

সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।