Monday, January 12, 2026

তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর

Date:

Share post:

মন্ত্রিত্ব ছেড়েছেন আগেই। তারপর বিধায়ক পদ থেকে ইস্তফা চিঠি দিয়েছেন। এর পরের দিনই ছেড়েছেন দল। এবার নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তৃণমূল কর্মীদের (Tmc) উদ্দেশ্যে খোলা চিঠি (Letter) লিখলেন শুভেন্দু অধিকারী (SuvenduAdhikari)।

চিঠিতে তিনি লেখেন, “গত ১০ বছরে কোনও পরিবর্তন হয়নি। একটু একটু করে দল তৈরি করেছেন নীচুতলার কর্মীরা। যাঁরা দল গঠন করেছেন, তাঁরা গুরুত্ব পাননি। দলে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেয়েছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন।”

এই চিঠিতে নাম না করে শুভেন্দু লিখেছেন “ভাড়া করা লোকেদের প্রাধান্য তৃণমূলে বৃদ্ধি পাচ্ছে”। রাজনৈতিক মহলের মতে এই চিঠি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইলেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী লিখছেন, রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ১০ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে কেন? “আমাদের একসঙ্গে নতুন পথে হাঁটতে হবে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যাব।” রাজনৈতিক মহলের মতে, তাঁর বিজেপিতে (Bjp) যোগদানের পরেও যে তৃণমূল নেতা-কর্মীরা বিজেপিতে আসতে পারেন সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন শুভেন্দু।

একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে চিঠিটি শুভেন্দু বাংলার মানুষের জন্য লিখলেও, লিখেছেন ইংরেজিতে। অর্থাৎ তাঁর চিঠি সর্বভারতীয় স্তরে বয়ান অপরিবর্তিত রেখে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্যই এই প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন : শহিদ ক্ষুদিরামের জন্মভূমির স্পর্শ পেয়ে আমি পরম সৌভাগ্যবান: অমিত শাহ

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...