বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে সোনিয়া, মন বোঝার চেষ্টায় কংগ্রেস সুপ্রিমো

অবশেষে প্রবীণ বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের (rebel Congress leaders) নিয়ে বৈঠকে বসলেন সোনিয়া (Sonia Gandhi) গান্ধী। শনিবার সকালে সোনিয়া গান্ধীর বাসভবন, ১০ জনপথে (10 Janpath) এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য সর্বসম্মতিতে পরবর্তী প্রেসিডেন্ট (president election )বেছে নেওয়া । সেই সঙ্গে প্রবীণ নেতাদের মন বুঝে ক্ষোভ প্রশমনের চেষ্টাও।

কংগ্রেস মুখপাত্র (Congress spokesperson) রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছেন ৯৯.৯% কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

সকাল থেকেই একে একে প্রবীণ নেতারা হাজির হয়ে গিয়েছেন ১০ জনপথে।
এদিনের বৈঠকে আছেন রাহুল গান্ধী, এ কে এন্টনি, অশোক গেহলট, অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, শশী থারুর ও ভূপিন্দর সিং হুডা।

আরও পড়ুন:শহিদ ক্ষুদিরামের জন্মভূমির স্পর্শ পেয়ে আমি পরম সৌভাগ্যবান: অমিত শাহ

বিশ্বস্ত সূত্রে খবর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal nath) আজকের এই বৈঠকের মূল উদ্যোক্তা। মুখোমুখি কথা বলতে সমস্যার সমাধান খুঁজতে।

Previous articleবালিজুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ
Next articleতৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর