Wednesday, November 19, 2025

চাপে পড়ে মন্তব্য! বহিরাগত নয়, ভূমিপুত্রই বাংলায় বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী: অমিত

Date:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) বহিরাগত ইস্যুতে গেরুয়া শিবির যে চাপে, কিছুটা হলেও প্রমাণ মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সাংবাদিক বৈঠকে। সেখানে তিনি শেষ পর্যন্ত বললেন, দিল্লি থেকে কেউ নয়, বাংলায় ক্ষমতায় এলে ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।

রবিবার দিনভর বোলপুরে ঠাসা কর্মসূচি- মধ্যাহ্নভোজন এরপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তিনি অভিযোগ করেন তৃণমূলের দুর্নীতির কারণেই শুভেন্দু অধিকারী-(Subhendu Adhikari) সহ একাধিক নেতা বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন।

অমিত শাহ অভিযোগ করেন, রাজ্যে শিল্প এখন তলানিতে। কোন শিশু জন্ম নিলে তার মাথায় 50000 টাকা ঋণের বোঝা থাকে। সরকারি হাসপাতালের সংখ্যা কম। প্রচুর স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। বাংলার মানুষ পরিবর্তন চাইছে বলে দাবি অমিত শাহর।

ফের বাংলায় কেন্দ্রের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন কেন বাংলার কৃষকরা বছরে ৬০০০ টাকা কেন পাবেন না?

অমিত শাহ বলেন, তাঁদের কর্মীদের উপর হামলা যত বাড়বে, ততই গণতান্ত্রিক পথে জবাব দেবে বিজেপি।

তবে এদিন সাংবাদিক বৈঠকে সিএএ(CAA) ইস্যুতে সুর নরম করেন অমিত শাহ। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে, টিকা দেওয়ার কাজ হয়ে গেলে তারপরেই বিষয় ভাবনা চিন্তা করা হবে।

আরও পড়ুন:“জয় বাংলা”, অশোকনগরে গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে বিজেপি মন্ত্রীর মুখে এই স্লোগান

তবে বহিরাগত ইস্যুতে এদিন ফের সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, মমতা যখন কংগ্রেস ছিলেন, সেইসময় ইন্দিরা গান্ধী (Indira Gandhi) এলে কি বহিরাগত বলতেন? বাংলা সংকীর্ণ মানসিকতার জায়গা নয়। খোলা মনের লোক থাকে এখানে। দিল্লি থেকে কাউকে আসতে হবে না, ক্ষমতায় আসতে পারলে, বাংলার ছেলেই মুখ্যমন্ত্রী হবে। বাংলায় 200-র বেশি আসন নিয়ে জিতবে বলে আশা অমিতের।

যুক্তরাষ্ট্র কাঠামো মেনেই আইপিএসদেরএর চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related articles

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...
Exit mobile version