Monday, November 3, 2025

আজ মরসুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম

Date:

শনিবারের পর রবিবার আরও নামল তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এটাই এখনও পর্যন্ত শহরের শীতলতম দিন। বেশ কিছু জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। পূর্ব, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। শুক্রবার তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত ১২ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে তাপমাত্রা। বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়লেও, তা ১৪ ডিগ্রির আশপাশেই থাকার জোর সম্ভাবনা।

মাসের প্রথম দিকে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বেশি ছিল। সেইসঙ্গে কুয়াশার কারণেও শীত বাধাপ্রাপ্ত হচ্ছিল। তবে বর্তমানে ঝঞ্ঝা কেটে যাওয়ায়, হিমালয়ের তুষারছোঁয়া বাতাস নেমে আসছে সমতলে। উত্তর ভারতের ঠান্ডা বাতাস বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলাতেও ঢুকে পড়েছে।

আরও পড়ুন : দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার সর্বনিম্ন তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যায়, দমদমে ১০.৮, সল্টলেকে ১০.১, পানাগড় ৫.০, পুরুলিয়া ৭.০, শ্রীনিকেতন/দুর্গাপুর ৭.৬ ও ব্যারাকপুরের তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিল্লির তাপমাত্রা চার ডিগ্রির আশপাশে রয়েছে। বিহারের গয়ায় পারদ নেমেছে ৩.৬ ডিগ্রিতে, ডালটনগঞ্জে ৬.৩ ডিগ্রিতে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version