Friday, November 14, 2025

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সুন্দরবনের ২০ কিমির মধ্যেই হরিণের খামার!

Date:

আইনকে বৃদ্ধাঙুল দেখিয়ে সুন্দরবনের ২০ কিলোমিটারের মধ্যে হরিণের খামার গড়েছেন সাতক্ষীরার জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তার মোড়ল। প্রসঙ্গত ২০১৭ সাল থেকে কার্যকর বিধিমালা অনুযায়ী, হরিণ বিচরণ ক্ষেত্রের ৩০ কিলোমিটারের মধ্যে খামার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিয়ম মানছেন না সাত্তার মোড়ল। সুন্দরবনের ২০ কিলোমিটারের মধ্যেই তিনি গড়ে তুলেছেন হরিণের খামার। সুন্দরবন সংলগ্ন শাওন ফিশ বন্দকাটি বাঁশতলা ইউনিয়নে ২০০৪ সাল থেকে হরিণের খামার পরিচালনা করছেন সাত্তার মোড়ল।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ খুলনার একটি সূত্র নাম জানায়, বন্দকাঠিতে সাত্তার মোড়লের হরিণ খামারটি সুন্দরবন থেকে ২০ কিলোমিটার মধ্যে রয়েছে। ২০১৭ বিধিমালা অনুযায়ী হরিণের খামার সুন্দরবন থেকে ন্যূনতম ৩০ কিলোমিটার দূরত্বে হওয়ার কথা। কিন্তু এই খামারের ক্ষেত্রে বিধানটি মানা হচ্ছে না। তার খামারটি ২০০৯ সালে লাইসেন্স পায়। কিন্তু ২০১৭ সালের বিধিমালা অনুমোদন হলে ২০০৯ সালের বিধিমালা স্থগিত হয়। খামার মালিক বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ঢাকায় নতুন করে আবেদন করেন। এই আবেদনের পর খুলনায় তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠানো হয়।

সাত্তার মোড়ল বলেন, ‘হরিণ দ্রুত বংশ বিস্তার করে। তার ওপর রোগবালাই নেই। মাত্র চারটি হরিণ থেকে কয়েক বছরে হরিণের সংখ্যা শত ছাড়িয়েছে। তবে সঠিক হিসাব দেওয়া যাবে না। রাজধানীসহ বিভিন্ন এলাকার প্রভাবশালীর বাড়ির ফ্রিজে আমার খামারের হরিণের মাংস থাকে। আইন ও বিধিমালা নিয়ে ভাবছি না।’

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ খুলনা বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ঢাকা থেকে ২০১৭ বিধিমালার আলোকে সাত্তার মোড়লের হরিণ খামার বিষয়ে তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠানো হয়। খুলনা থেকে বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত ঢাকা থেকেই নেওয়া হবে। হরিণের খামারের বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। খুলনায় এ খামার সংক্রান্ত বিষয়ে কোনও ধরনের কার্যক্রম নেই।

আরও পড়ুন- আমি পাগলা ষাঁড় নই যে BJP-তে যাবো! দাদা শুভেন্দুকে কটাক্ষ ভাই দিব্যেন্দুর

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version