মেসির নতুন রেকর্ড, ছুঁলেন পেলেকে

পেলেকে(Pele) ছুঁলেন লিওনেল মেসি(Lionel Messi)। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে ৬৪৩ গোল করে পেলের রেকর্ড স্পর্স করলেন তিনি। এতদিন একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড ছিল ফুটবল সম্রাট পেলের। এবার সেই রেকর্ড স্পর্স করলেন মেসি।

শনিবার রাতে লা-লিগায়(La-liga) ভ‍্যালেন্সিয়ার(Valencia) সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা(Barcelona )। ম‍্যাচের ২৯ মিনিটে ভ‍্যালেন্সিয়াকে গোল করে এগিয়ে দেন দিয়াখাবি। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। ম‍্যাচের প্রথমার্ধে শেষ মুহুর্তে গোল করে বার্সার হয়ে সমতা ফেরান লিও।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে বার্সেলোনার হয়ে ব‍্যবধান বাড়ান রোনাল্ড। তবে তারাও এই ব‍্যবধান ধরে রাখতে পারেনি। ম‍্যাচের ৬৯ মিনিটে ভ‍্যালেন্সিয়ার হয়ে সমতা ফেরান গোমেজ। এই ড্র এর ফলে ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে বার্সেলোনা।

আরও পড়ুন:নয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো