Thursday, August 21, 2025

মুখে নেই মাস্ক, উধাও সামাজিক দূরত্ব বিধি, শাহের সভা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত

Date:

এক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ(Amit Shah), কৈলাশ বিজয়বর্গী(Kailash Vijayvargiya), সৌমিত্র খাঁ(Soumitra Khan), শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), দিলীপ ঘোষরা(Dilip Ghosh)। অথচ কারো মুখে মাস্কের বালাই নেই। নেই সামাজিক দূরত্ব বিধিও। এই ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশের প্রায় সমস্ত সংবাদপত্রে। করোনা পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার যখন সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক ব্যবহারের জন্য বারবার প্রচার চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর(Home minister) এহেন অসচেতনতা মূলক পদক্ষেপ স্বাভাবিকভাবেই তুলে দিয়েছে প্রশ্ন। আর এই ছবিকে হাতিয়ার করেই বাংলায় অমিত শাহের সভায় স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ(Prashant Bhushan)।

এদিন এক টুইটে অমিত শাহের এহেন অসচেতনতা মূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সংবাদপত্রে প্রকাশিত অমিত শাহের একটি ছবিকে তুলে ধরে টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে রাজনৈতিক আদর্শ নীতিকে জলাঞ্জলি দিয়ে একাধিক দলের উচ্ছিষ্টদের এক ছাদের তলায় নিয়ে এসেছে বিজেপি। শারীরিক দূরত্ব বিধিকে শিকেয় তুলে মাস্ক না পরেই জনসভা করছেন অমিত শাহ। অথচ করোনার অজুহাত দেখিয়ে বিজেপি নেতারা সংসদের অধিবেশন বাতিল করে দেন।’ এর পাশাপাশি তিনি আরও লেখেন, ‘মোদি-শাহর এই জুটি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।’

আরও পড়ুন: গান্ধীজি-নেতাজির অনুপ্রেরণা ছিলেন গুরুদেব, বিশ্বভারতী দর্শন করে বললেন অমিত শাহ

প্রসঙ্গত, দেশের অন্যতম প্রতিবাদী চরিত্র হিসেবে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে প্রশান্ত ভূষণ। মোদি সরকারের একাধিক নীতি নিয়ে বহুবার সরব হয়েছেন তিনি। শুধু মোদি সরকার নয়, কংগ্রেস আমলেও বারবার মুখ দেখা গিয়েছে তাঁকে। প্রশান্ত ভুষন এবার প্রশ্ন তুললেন শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভা নিয়ে। উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও দায়িত্বজ্ঞানহীনের মতো স্বাস্থ্যবিধিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে মাস্ক ছাড়া অমিত শাহের এই সভা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version