Saturday, November 8, 2025

অমিত শাহের (Amit Sah) হাত ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরই অনুগামী তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। কোথাও আবার শুভেন্দুর ছবিতে জুতোর মালা। অন্যদিকে শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই এদিন হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় দাদার অনুগামী লেখা ও এলাকাজুড়ে থাকা সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় হলদিয়ার টাউনশিপ, মঞ্জুশ্রী, দুর্গাচক-সহ বিভিন্ন এলাকায়।

শুভেন্দুর প্রতি সবচেয়ে বেশি উগরে দিচ্ছে তাঁরই বিধানসভা এলাকা নন্দীগ্রামের ( Nandigram) তৃণমূল কর্মী-সমর্থকরা। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামের ১নং ব্লকের হাজারা কাটায় প্রাক্তন মন্ত্রীর পোস্টারে জুতোর মালা পরিয়ে সেই ভিডিও ভাইরাল করে তৃণমূল কর্মীরা।

শুভেন্দুর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকেও। তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মীরা। দশরথ তিরকে বিজেপিতে যোগদানের পরই বিজেপি কর্মীরা প্রতিবাদে পথে নেমে মিছিল করে এবং তাঁর কুশপুতুলও দাহ করা হয়। আলিপুরদুয়ারের বারোবিশাতেও প্রাক্তন সাংসদের ছবিতে জুতোর মালা পরিয় মিছিল করা হয়।

বিজেপিতে যোগাদানকারী কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। কালনায় তাঁর ছবিতে কালি মাখিয়ে কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীরা। ফ্লেক্সে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ছবির উপর লেখা “টেট শ্রী”।

আরও পড়ুন : রাজ্যের দেওয়া উপাচার্য তালিকার প্রথম দুই নাম কেটে তৃতীয়তে সম্মতি ধনকড়ের

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version