Sunday, November 9, 2025

অশোকনগরের তৈলখনিতে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত ওএনজিসি

Date:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে রাজ্যের প্রথম তৈল উৎপাদন প্রকল্পকে জাতির উদ্দেশ্যে সমর্পন করলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‌ বঙ্গ নির্বাচনের প্রারম্ভে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ধর্মেন্দ্র প্রধান জানান, এই প্রকল্পের কাজে অগ্রাধিকার পাবেন স্থানীয় মানুষরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাড়বে কর্মসংস্থান। শুধু তাই নয় প্রকল্পের জেরে এলাকার আর্থসামাজিক ছবিটা সম্পূর্ণরূপে পাল্টে যেতে চলেছে বলেও দাবি করেছেন তিনি। যদিও প্রকল্পের এলাকায় জমি হারাদের চাকরি ও ক্ষতিপূরণের প্রস্তাব এলাকাবাসী মন্ত্রীকে জানাতে চাইলেও তাদের পাশে ঘেঁষতে দেওয়া হয়নি।

অশোকনগর প্রকল্প থেকে তেল তোলা বাণিজ্যিক ভাবে বিক্রি আগেই শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এরপর এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এখনো পর্যন্ত অশোকনগরে ৩৩৮১ কোটি টাকা বিনিয়োগ করেছে ওএনজিসি। আগামী দুবছরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কূপ খননে আরও ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু হবে গ্যাসের। যার জেরে এলাকার অর্থনৈতিক অবস্থা আমূল বদলে যেতে চলেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে ওএনজিসি সংস্থার দাবি, আগে কোনও তেল প্রকল্পে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরুর জন্য তেল উত্তোলনের পরিমাণ, বাণিজ্যিক ভাবে তা কতটা লাভজনক হবে, ইত্যাদি হিসেব কষার দীর্ঘ প্রক্রিয়া ছিল। কিন্তু এখন উৎপাদন শুরু হতেই সেই তেল বিক্রির সুবিধা অশোকগরে পেয়েছে ওএনজিসি। সংস্থার সিএমডি শশী শঙ্করের দাবি, এই মর্মে নীতি সম্প্রতি অনুমোদন করেছে কেন্দ্র। তা প্রথম কার্যকর করা হয়েছে অশোকনগরেই। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানান আত্মনির্ভর ভারতের শপথ মাথায় রেখে তেল আমদানি কমাতে চান তারা। যার জন্যই অশোকনগরকে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version