Sunday, August 24, 2025

বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Date:

সম্প্রতি দু’দিনের রাজ্য সফরে একাধিক তৃণমূল(TMC) বিধায়ক(MLA) ও সাংসদকে(MP) বিজেপি(BJP) পতাকা হাতে ধরিয়ে বঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে দিল্লি ফিরেছেন অমিত শাহ(Amit Shah)। হুঁশিয়ারি দিয়েছেন, এবার বাংলায় ২০০ আসন জিতবে বিজেপি। তবে অমিত শাহের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সোমবার ঠিক এমনই বার্তা দিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। শুধু তাই নয়, বিজেপি যদি এবার বাংলায় দুই সংখ্যার অংক পার করতে পারে তবে টুইটার ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তবে গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে বঙ্গ নির্বাচনের দিকেই। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে কড়া নজর ছিল সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির। এ পরিস্থিতির মাঝেই টুইট করে প্রশান্ত কিশোর লিখেন, ‘অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে।’ এরপর তিনি আরো দাবি করেন, ‘এই টুইট সেভ করে রাখুন যদি বিজেপি এরচেয়ে ভালো ফল করে তবে আমি এই মাধ্যম ছেড়ে দেবো।’

আরও পড়ুন:মিমের পর এবার বাংলায় প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিপাকে পড়তে পারে বিজেপি

প্রসঙ্গত, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে দলের অন্দরে। প্রসাদ কিশোরকে মেনে নিতে পারছেন না দলের একাধিক আদি নেতৃত্ব। যার জেরেই দলত্যাগের হিড়িক বাড়ছে। এহেন অবস্থায় প্রশান্ত কিশোরের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version