Wednesday, May 14, 2025

বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Date:

সম্প্রতি দু’দিনের রাজ্য সফরে একাধিক তৃণমূল(TMC) বিধায়ক(MLA) ও সাংসদকে(MP) বিজেপি(BJP) পতাকা হাতে ধরিয়ে বঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে দিল্লি ফিরেছেন অমিত শাহ(Amit Shah)। হুঁশিয়ারি দিয়েছেন, এবার বাংলায় ২০০ আসন জিতবে বিজেপি। তবে অমিত শাহের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সোমবার ঠিক এমনই বার্তা দিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। শুধু তাই নয়, বিজেপি যদি এবার বাংলায় দুই সংখ্যার অংক পার করতে পারে তবে টুইটার ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তবে গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে বঙ্গ নির্বাচনের দিকেই। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে কড়া নজর ছিল সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির। এ পরিস্থিতির মাঝেই টুইট করে প্রশান্ত কিশোর লিখেন, ‘অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে।’ এরপর তিনি আরো দাবি করেন, ‘এই টুইট সেভ করে রাখুন যদি বিজেপি এরচেয়ে ভালো ফল করে তবে আমি এই মাধ্যম ছেড়ে দেবো।’

আরও পড়ুন:মিমের পর এবার বাংলায় প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিপাকে পড়তে পারে বিজেপি

প্রসঙ্গত, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে দলের অন্দরে। প্রসাদ কিশোরকে মেনে নিতে পারছেন না দলের একাধিক আদি নেতৃত্ব। যার জেরেই দলত্যাগের হিড়িক বাড়ছে। এহেন অবস্থায় প্রশান্ত কিশোরের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...
Exit mobile version