Thursday, August 21, 2025

তৃণমূলে নয়া চমক! ঘাসফুলে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল

Date:

তৃণমূলের বি টিমে থাকব কেন? থাকলে মূল দলেই থাকব। বিজেপিতে মর্যাদা পাচ্ছিলাম না। দমবন্ধ করা পরিবেশ- সেই কারণেই পদ্ম ছেড়ে ঘাসফুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan)। তাহলে কি এবার তাঁর পথেই সৌমিত্রও ফিরবেন পুরনো দলে। এবিষয়ে সুজাতা মন্তব্য করেন যেদিন সুবুদ্ধি হবে, তিনিও সেদিন ফিরবেন। অমিত শাহ (Amit Shah) রাজ্য ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে পাল্টা আঘাত হানল তৃণমূল। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদের স্ত্রী।

সৌমিত্র-সুজাতা দুজনেই একসময় তৃণমূলে ছিলেন। সেখান থেকে যান গেরুয়া শিবিরে। লোকসভা নির্বাচনের আগে আদালতের নির্দেশে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে ঢুকতে পারেননি। কার্যত একাই তাঁর হয়ে প্রচার সামলান সুজাতা। ভোটের দিনও একা লড়তে দেখা যায় তাঁকে। সেই সময় ভোটে জেতার জন্য স্ত্রীকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছিলেন সৌমিত্র। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে সুজাতা মণ্ডল খাঁর দূরত্ব তৈরি হচ্ছিল। কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেকে।

একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিজেপিতে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুজাতা। তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকদের মুখ্যমন্ত্রিত্ব, উপমুখ্যমন্ত্রিত্বের লোভ দেখাচ্ছে বিজেপি। সুজাতার মতে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের প্রতিমূর্তি, তিনি তাঁর সেনানি হিসেবে কাজ করতে চান। শুভেন্দু অধিকারীকে ধান্দাবাজ বলে অভিযোগ করে সুজাতা বলেন, “তাঁকে নেতা বলে মানি না। তাঁর অভিযোগ, অযোগ্য লোকেদের ঠাঁই দেয় বিজেপি। তৃণমূলে যে সব লোকেরা দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে গেলে তাঁরা কী করে শুদ্ধ হয়ে যাবেন? আমাদের মত যাঁরা পরিশ্রম করে, রক্ত দেয়, দলের জন্য ত্যাগ করে তাদের জায়গা দেয় না”।

যে তৃণমূলের (TMC) বিরুদ্ধে লড়াই, কেন সেখানেই ফিরলেন? সুজাতার মতে,, বিজেপিতে তাঁর সম্মান, মর্যাদা হানি হচ্ছিল, মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হলে সেখানে থাকা যায় না।

আরও পড়ুন-বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version