প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও, এবার করোনা আবহে সামান্য বদল আনা হয়েছে। স্থির হয়েছে, ভিড় এড়াতে এই বছর ভার্চুয়ালি (virtual) অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime minister sheikh hasina)। আগামী ৩১ ডিসেম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্বোধন করা হবে। পরে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।
আরও পড়ুন : সাদা পোশাকে চিনা সেনা ঢুকল ভারতীয় ভূখণ্ডে, তাড়াল ভারতীয় সেনা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘ এবারের বই উৎসব, প্রধানমন্ত্রী ভার্চুয়ালিই উদ্বোধন করবেন। তার পরের অংশ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের অধীনে। বাকি বই কীভাবে বিলি হবে, তারা সেই সিদ্ধান্ত নেবে। তবে অন্যান্যবারের মতো এবারও স্কুলগুলোতে উৎসব হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তরফে।’