Wednesday, November 5, 2025

একঝাঁক ভারতীয় ফুটবলারদের বাদ দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, মহামেডানে কথা সামাদ, গুরতেজদের

Date:

যত দোশ নন্দ ঘোষ। হা এই কথাটা যেন এসসি ইস্টবেঙ্গলের ( Sc East Bengal) ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেই প্রযোজ‍্য। হা এই মুহুর্তে ইস্টবেঙ্গলের অন্দরমহলে যা অবস্থা, সেই চিত্র দেখলে এমনটাই মনে হবে। একঝাঁক ভারতীয় ফুটবলারকে ( Indian footballer )দল থেকে রিলিজ দিয়ে দিতে চলেছে লাল-হলুদ শিবির। সেই তালিকায় রয়েছে বলবন্ত সিং( Balwant singh), সি কে ভিনিথ (c k vineeth ) সামাদ আলি মল্লিক( Samad Ali Mallick ), রফিক আলি সর্দার(rafique ali sardar), অভিষেক অম্বেকর (abhishek ambekar) , গুরতেজ সিং (Gurtej Singh) , রানা ঘরামির( Rana gharami) মতন ফুটবলাররা। আর এতেই মাথায় হাত ফুটবলারদের।

আইএসএলে ( ISL) এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আইএসএল দল যা খেলছে, তাতে খুশি নন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার( robi fauler)। তাই দলে একঝাঁক পরিবর্তন আনতে চান তিনি। আর সেই কারনে কোচের নির্দেশে দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের ছেড়ে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রথম কয়েক ম‍্যাচে মাঠে নামলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলবন্ত সিং। তাই তাঁর খেলায় একপ্রকার বিরক্ত লাল-হলুদ কোচ। কিন্তু সামাদ আলি মল্লিক, রফিক আলি সর্দারা তো ম‍্যাচই খেলেনি। তাদের দল থেকে কেন বাদ দিচ্ছেন তা বুজতে পারছেন না সামাদ, রানা ঘরামিরা। একঝাঁক ভারতীয় ফুটবলারকে বাঁদ দিলেও, প্রতি ম‍্যাচে চুরান্ত ফ্লপ স্কট নেভিলকে দলে রেখে দিচ্ছেন ফাউলার। তাকে দল থেক‍ে ছেঁটে ফেলার কোন কারন দেখছেন না ইস্টবেঙ্গল কোচ। কারন স্কট নেভিলকে দলে এনেছেন তো তিনি নিজেই। তাই নেভিল চুরান্ত ফ্লপ হলেও, প্রতি ম‍্যাচে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন তিনি।

ইতিমধ্যেই লাল-হলুদের তিন ফুটবলারের সঙ্গে কথা বলছে মহামেডান স্পোর্টিং। সব কিছু ঠিক থাকলে আইলিগে সাদা-কালো ব্রিগেডের হয়ে মাঠে নামতে পারেন সামাদ আলি মল্লিক, গুরতেজ সিং, রফিক আলি সর্দার। ইস্টবেঙ্গল থেকে রিলিজ দেওয়া হবে শুনে হতাশ লাল-হলুদের ঘরের ছেলে সামাদ। তাকে আইএসএলে কোন সুযোগ দেননি ফাউলার। তার ম‍্যাচ না দেখেই দল থেকে কেন বাদ দেওয়া হচ্ছে তা বুঝতে পারছেন না সামাদ। চলতি আইএসএল এ নর্থইস্ট ইউনাইটেডের অফার থাকলেও শেষমেশ ইস্টবেঙ্গলে থেকে যান তিনি। এদিকে এখনই জেজে কে ছাড়ছেন না এসসি ইস্টবেঙ্গল। আর কয়েকটা ম‍্যাচ দেখার পরই জেজের বিষয় সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

আরও পড়ুন:শাহরুখ খানের ডনের চরিত্রে ওয়ার্নার, মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version