বড়দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Chief Minister)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) জানান, তাজপুর সমুদ্রবন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই বন্দর (Port)থেকে জাপান-সহ বিভিন্ন জায়গায় সি-ফুড (Sea Food) রফতানি হয়। এই বন্দরের ফলে সেই কাজ সহজ হবে। মৎস্যজীবীদের ঘরে টাকা আসবে। লোহা-ইস্পাত (Steel Iron)রফতানি বৃদ্ধি পাবে এবং খড়গপুর সংলগ্ন এলাকায় ইস্পাত শিল্প (Industry) বৃদ্ধি পাবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি

তবে, মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দেন “জোর করে জমি অধিগ্রহণ করা হবে না”। একই সঙ্গে, মমতা জানান, সিঙ্গুরে এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে রাজ্য সরকার। এছাড়াও সিঙ্গুর স্টেশনের কাছে গড়ে উঠবে ক্ষুদ্র শিল্প উন্নয়ন বোর্ড। পানাগড়ে শিল্প পার্কেও নয়া বিনিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
