Monday, November 10, 2025

আহমেদ প্যাটেলের মৃত্যুর পর তাঁর রাজ্যসভা আসনে জিততে চলেছে বিজেপি

Date:

প্রবীণ কংগ্রেস নেতা ও সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের (Ahmed Patel) মৃত্যুর পর গুজরাটে (Gujrat) তাঁর রাজ্যসভা (rajya sabha) আসনটি হারাতে চলেছে কংগ্রেস (Congress)। সেখানে এবার অনায়াসে জিতবে বিজেপি (Bjp)। গত রাজ্যসভা ভোটে এই আসনে আহমেদ প্যাটেলকে হারানোর পণ করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। সম্মান রক্ষার সেই লড়াইয়ে জিতে যান প্রবীণ কংগ্রেস নেতাই। এবার তাঁর মৃত্যুর পর কংগ্রেসের সেই আসন যেতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। ২০১৭ সালে বহু কষ্টে কংগ্রেস এই আসনটি জেতে। ৫ বারের রাজ্যসভা সদস্য আহমেদ প্যাটেল সম্প্রতি কোভিড পরবর্তী জটিলতায় ভুগে মারা যান। রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। প্যাটেলের আসন ছাড়া গুজরাটে রাজ্যসভার আরেকটি আসন ফাঁকা হয়েছে বিজেপি নেতা অভয় ভরদ্বাজের মৃত্যুতে। তাঁর মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। তিনিও কোভিড সংক্রমণে প্রাণ হারান।

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই দুটি আসনের জন্য আলাদাভাবে দুটি উপ-নির্বাচন করা হবে। তাই যদি হয়, তবে বিজেপি দুই আসনে অনায়াস জয় সময়ের অপেক্ষা মাত্র। প্রসঙ্গত, গুজরাটে বিজেপির ১১১ জন বিধায়ক রয়েছেন। কংগ্রসের বিধায়ক সংখ্যা ৬৫। রাজ্যসভায় একজন প্রার্থীকে জিততে হলে মোট ভোটের ৫০ শতাংশ অর্থাৎ ৮৮টি ভোট পেতে হবে। গত বছর গুজরাটে অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে যাওয়া আসন দুটিতে জিতেছে বিজেপি। এই দুটি আসনেও পৃথকভাবে ভোটের দিন নির্ধারিত হয়েছিল। এর মধ্যে একটি আসনে জেতেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কংগ্রেস সুপ্রিম কোর্টে যায়। তাদের অভিযোগ, বিজেপিকে জেতার সুযোগ করে দিতেই দুটি আসনের জন্য আলাদা দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। একইদিনে নির্বাচন হলে সংখ্যার নিরিখে কংগ্রেস একটি আসনে জিততে পারত। কারণ একসঙ্গে ভোট হলে একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল। রাজ্যসভা ভোটে প্রতি প্রার্থীর জন্য বিধায়কদের পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করতে হয়। বেশিরভাগ ভোটারের প্রথম পছন্দের প্রার্থীই জেতেন। প্রত্যেক বিধায়কের ভোট একবারই গোনা হয়। যদিও মামলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণভাবে রাজ্যসভার উপনির্বাচনের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি অবৈধ নয়। অতীতেও হয়েছে। আলাদাভাবে নির্বাচন করানোর মধ্যে অনিয়ম কিছু নেই।

 

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version