Monday, November 10, 2025

একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

Date:

২০২১-এ বামেদের সঙ্গে জোট গড়ে বাংলার বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) যাওয়ার প্রস্তুতি আগেই শুরু করেছে প্রদেশ কংগ্রেস (WBPCC)৷

বেশ কয়েকদফা বৈঠকও হয়েছে কংগ্রেস ও বাম নেতাদের৷ আসন ভাগাভাগি, প্রার্থীতালিকা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে৷ এবার সেই জোট প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সিলমোহর দিলো কংগ্রেস হাইকম্যাণ্ড৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Choudhury) বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছেন, “কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বাম দলগুলির সাথে নির্বাচনী জোটকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে৷”

হাইকম্যাণ্ডের সিদ্ধান্ত এতদিন না মেলায় রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়, তাহলে কি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) চাইছেন না কং-বাম জোট হোক ? বিজেপিকে রুখতে কংগ্রেস চেয়ারপার্সন কি চাইছেন বাংলায় জোট হোক কংগ্রেস আর তৃণমূলের ?

আরও পড়ুন:অমর্ত্য সেন নয়, বাংলার অপমান: নাম না করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার

কট্টর তৃণমূল-বিরোধী অধীর চৌধুরি এ ধরনের জল্পনায় ঠাণ্ডা জল ঢেলে এদিন জানিয়েছেন, “বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস৷ এদিনই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷” প্রদেশ কংগ্রেস সভাপতি সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার সিদ্ধান্ত অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা৷ একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিলও হচ্ছিলেন তাঁরা৷ এ বার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাজ্য বিধানসভা ভোটেও এই দুই দলের রাজ্য নেতারা জোট গঠন করেছিলেন৷

Related articles

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...
Exit mobile version