Saturday, January 31, 2026

লকডাউনে মানুষের পাশে দাঁড়ানো সেরা ১০ সাংসদের ৫ জনই বিজেপি, তৃতীয় রাহুল

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Corona situation) ও হঠাৎ লকডাউন(lockdown) গোটা দেশে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল তা কারও অজানা নয়। দেশের মানুষের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন গুলির পাশাপাশি জনপ্রতিনিধিরাও। নিজের জীবনের পরোয়া না করে এলাকার মানুষের জন্য লাগাতার কাজ করে গিয়েছেন বহু সাংসদরা। সম্প্রতি দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করা সেই সাংসদদের উপর একটি সমীক্ষা চালালো দিল্লির এক সংস্থা। আর এখান থেকেই বেছে নেওয়া হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সেরা ১০ জন সাংসদকে। তালিকার ১০ জন সাংসদের(MP) মধ্যে পাঁচজন সাংসদই বিজেপির(BJP)।

১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ৩৪ লক্ষ মানুষের ওপর চালানো হয়েছিল এই সমীক্ষা। জানা গিয়েছে, বাছাই করা ২৫ জন সাংসদের কেন্দ্রে চালানো হয় সমীক্ষাটি। এরপর বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে বেছে নেওয়া হয় ১০ জনকে। ওই সংস্থার সমীক্ষায় দেশের সেরা সাংসদ হিসেবে নাম উঠে এসেছে উজ্জ্বয়িনীর বিজেপি (BJP) সাংসদ অনিল ফিরোজিয়ার। তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) আদালা প্রভাকর রেড্ডি। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দলের প্রাক্তন সভাপতি তথা ওয়েনাড় কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধীর। তাৎপর্যপূর্ণভাবে দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ানো সেরা এই দশ সংসদের মধ্যে পাঁচজন বিজেপির।

আরও পড়ুন:দিলীপর সঙ্গে মিলে মেদিনীপুরে ৩৫ আসন: নতুন স্লোগান তুলে দাবি শুভেন্দুর

এর পাশাপাশি সেরা সাংসদদের যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, সেরা ১০ সাংসদের তালিকায় শিবসেনা, শিরোমণি অকালি দল ও ডিএমকের একজন করে সাংসদ রয়েছেন। রয়েছেন তৃণমূলেরও একজন সাংসদ।

spot_img

Related articles

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...

আইএসএলের আগে মাঝমাঠের শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

দুয়ারে আইএসএল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আইএসএল শুরুর আগে দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করল...

সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত CBFC

থালাপতি বিজয়ের (Thalapati Vijay) বিদায়ী সিনেমা ‘জন নয়গন’ (Jana Nayagan) নিয়ে সেন্সর জট যেন কাটছেই না। উল্টে প্রতি...

বিজেপি খুঁজছে শকুনের মৃতদেহ! আনন্দপুরের আগুন নিয়ে মোদির পাল্টা অভিষেক

আনন্দপুরের কারখানায় আগুন লাগার ঘটনা নিয়ে বাংলায় এসেই সরব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগুন লাগার তদন্তে কোনও সাহায্য...