Sunday, May 4, 2025

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সফর সেরে ফিরে আসার পর এবার যাচ্ছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)৷

দলের সংগঠন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

দলীয় সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জানুয়ারি অভিষেক এবং পিকে শিলিগুড়ি যাচ্ছেন। ওখানেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দলীয় নেতাদের ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক-পিকে৷ পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর৷ প্রসঙ্গত, মাসকয়েক আগে এই দু’জনই শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

শুভেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় নেতাদের তৃণমূল ছাড়ার খবর মিলেছে৷ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা৷ এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে যাচ্ছেন অভিষেক-পিকে।
তৃণমূল সূত্রের খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন৷ উত্তরেগুলিতে
শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন৷ তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন। জেলা সফরে গিয়ে প্রতি জেলায় আলাদা আলাদাভাবে যোগদান কর্মসূচি হবে বলে খবর। সেই পরিস্থিতি ঠেকিয়ে দলকে সুসংহত রাখতেই অভিষেক- পিকে’র উত্তরবঙ্গ সফর বলে দলীয়সূত্রে জানা গিয়েছে৷ একইসঙ্গে জানা গিয়েছে, কিছু জায়গায় দায়িত্ব পরিবর্তনও তাঁরা করতে পারেন।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version