Monday, November 10, 2025

শনিবার মেলবোর্নে ( melbourne) বক্সিং ডে টেস্ট ( boxing day test) ম‍্যাচে অস্ট্রেলিয়ার ( Australia ) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয়( India) দল। প্রথম ম‍্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্ট ম‍্যাচে ঘুরে দাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্ট ম‍্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে ( ajinkya rahane) ।

দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নামার আগে দলে একঝাঁক পরিবর্তন আনল ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহা, পৃথ্বী শাহ, কে এল রাহুলকে। তাদের জায়গায় দলে আসেন শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে অভিষেক হতে চলেছে শুভমন গিল এবং মহম্মদ সিরাজের।

প্রথম টেস্টে ৮ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতীয় দল। ব‍্যাটিং লাইনে ব‍্যর্থতার কারনে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় কোহলির দল। তবে শনিবার নতুন ম‍্যাচ। এই ম‍্যাচে দল ঘুরে দাড়াবে মনে করছেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। পিতৃত্বকালিন ছুটির কারনে দেশে ফিরে এসেছেন বিরাট। তাই দ্বিতীয় টেস্ট ম‍্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবেন রাহানে।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের ব‍্যাটিং লাইন সফল হবে মনে করছেন রাহানে। কারন প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স করেন ঋষভ পন্থ। অপর দিকে অনুশীলনে ব‍্যাটে ভাল রান পান শুভমন। রাহানে মনে করছেন দলে এই দুই ক্রিকেটারের ব‍্যাট থেকে ভাল রান আসবে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে।

চোটের কারনে আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। তার অভাব ভাল মতন টের পাচ্ছে ভারতীয় দল। তবুও এসব নিয়ে ভাবতে নারাজ ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। বরং যসপ্রীত বুমরা, উমেশ যাদব এবং দ্বিতীয় টেস্ট ম‍্যাচে অভিষেক হতে চলা মহম্মদ সিরাজের ওপর ভরসা রাখছেন তিনি।

এই মুহুর্তে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ম‍্যাচে ভারতকে ৩৬ রানে হারিয়ে আত্মবিশ্বাসী অজি ব্রিগেড। তবে আত্মতুষ্টিতে যেতে নারাজ অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেন। বক্সিং ডে টেস্ট ম‍্যাচে নামার আগে ভারতকে গুরুত্ব পেনের। এদিন সাংবাদিক সম্মেলনে পেন বলেন, “ক্রিকেটের গর্বিত দেশ ভারত।ভারতীয় দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। যারা যখন তখন ম‍্যাচ বের করে নিয়ে যেতে পারে।”

আরও পড়ুন:তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ কোচ রবি ফাউলারের

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version