“সাডা কুত্তা কুত্তা!” -র এসেন্স হলিউডেও, গানের তালে নাচলেন ‘ফ্রেন্ডস’-এর চরিত্ররা! মূহুর্তেই ভাইরাল ভিডিও

বিগ বস সিজন à§§à§© র (Bigboss season 13) ঘরে শেহনাজ গিল (Shehnaaz Gill) ঝগড়া করতে করতে বলেছিলেন, ‘‘ক্যা কারু ম্যায়, মর যায়ু? তুমহারি ফিলিং তুমহারি, মেরি কোই ফিলিং নেহি হ্যায়… তোয়াডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা! ’’ মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এই পঞ্জাবি ডায়লগটি। আর সেটি নজরে পড়ে যশরাজ মুখাটের (Yashraj Mukhate)à§· যথারীতি এটিরও একটি মজাদার RAP বানিয়ে ফেলেন মুখাটে। মিউজিক তো বটেই, তার সঙ্গে ঢোলের বাদ্যি যোগ করে বেশ মজাদার একটা গান বানান তিনি। যা এখন খুবই চলছে সোশ্যাল মিডিয়ায়৷

দেখুন ভিডিও :

সম্প্রতি এই গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ও তাঁর মেয়েকে। এবার সেই গানের তালে পা মেলালেন ২৭ বছরের বিখ্যাত টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ এর (Friends) চরিত্ররা।

দেখুন ভিডিও :

রস, রেচেল, মনিকা, চ্যান্ডলার, জোয়ি এবং ফিবি (Rachel Green, Monica Geller, Phoebe Buffay, Joey Tribbiani, Chandler Bing and Ross Geller) – এই ছয় চরিত্রের বিভিন্ন মুডের ক্লিপিং কেটে সেগুলি গানের তালে তালে মন্তাজ করা হয়েছে। গানটি আক্ষরিক অর্থেই বাজিমাত করল হলিউড (Hollywood)।