Monday, May 5, 2025

ডায়মন্ড হারবারে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বলছেন তিনি

Date:

Share post:

যতদূর চোখ যাচ্ছে মানুষের ভিড়

আজ এই কেল্লার মাঠে তিনটে ব্লক মিলে লোক এসছে

আমাদের জনসভা করতে গেলে কলকাতা থেকে লোক আনতে হয় না

সভা করতে পারতাম ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর, কিন্তু করিনি ডায়মন্ড হারবার এর মিটিং করতে এসেছি

বিজেপি নিজেকে সর্বভারতীয় রাজনৈতিক দল বলে দাবি করে

বিজেপির জনসভা ৫০০ লোকও হয়নি

২০১৪ তে আমি জিতেছি

আপনারা শুনেছেন ভিআইপি কনভয় দেড়শ খানা বাইক থেকে দেড়শ খানা গাড়ি থাকে

ক্ষোভের প্রকাশ ইটের মাধ্যমে নয় ইভিএমের মাধ্যমে হয় যেন।

আপনি আমার মায়নাপত্র কেটে নিন সাধারণ মানুষের মানুষের টাকা কাটছেন কেন

এদেশ থেকে ওদের ঘুরে বেড়ানোর সময় করোনা পরিস্থিতির সামনে আসে না

মানুষের কাজের জন্য সাংসদরা 5 কোটি টাকা পায় সেটা যেনতেন প্রকারে কেন্দ্রীয় সরকারকে বন্ধ করতে হলো

5 কোটি টাকা বন্ধ থাকলে এই লড়াই দিল্লির বুকে নিয়ে যাব

ফালতা মথুরাপুর দলের প্রজেক্ট এর কাজ চলছে

ফালতা মথুরাপুর দলের প্রজেক্ট এর কাজ চলছে দলের তরফে নতুন বছরের উপহার

সবাই হিংসা করে ডায়মন্ড হারবারে বেশি কাজ হয় বলে

এখন আবার অনেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে

বিজেপিতে নেতা কম পড়েছে তৃণমূল থেকে নেতা ভাঙেনি আগে আমাদের আক্রমণ করছে

আমি বলেছিলাম ক্ষমতা থাকলে আমার নাম করে আমাকে আক্রমন করুন, এক মাস পেরিয়ে গেছে ক্ষমতা হয়নি

দিলীপ ঘোষ আবার আমার বিরুদ্ধে মামলা করেছে কোর্টে

যে ভেঙ্গে দাও গুড়িয়ে দাও বলে সে আমার পাল্লায় পড়ে দিলীপ ঘোষের মতো লোক কোর্টে গিয়ে মামলা লড়ছে

নিজেদের মেরুদন্ড বিক্রি করে দিয়ে বাংলার মান সম্মান ঐতিহ্যকে বিক্রি করে দিয়ে বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে

বাংলা কি কোন বস্তু যে নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে

এক বাপের ব্যাটা হলে ডায়মন্ডহারবার তাকে তুলে দেখাক

এই এলাকার মানুষ সাড়ে তিন লক্ষ ভোটে জিতিয়েছে

নারোদাতে খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে শুভেন্দুকে, তোলাবাজ তো তুমি, আমাকে তোলাবাজ ভাইপো বলা হচ্ছে

যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমার পিছনে সিবিআই ইনকাম ট্যাক্স লাগাতে হবে না যদি জানতে পারেন আমি তোলাবাজ ভাইপো, একটা মঞ্চ করবেন আমি সেখানে এসে মৃত্যুবরণ করবো

কৃষক আন্দোলনে 35 জন মারা গেছে, তাদের ওখানে যাওয়ার সাহস হচ্ছে না কেন, অমিত সাহা এসে কখনো বাঁকুড়া এগিয়ে খাচ্ছে কখনো মেদিনীপুরে গিয়ে খাচ্ছে, যাদের বাড়িতে খেতে যাচ্ছে তারা ভাবছে আমাদের সমস্যার কথা জানাবো তানা জেনেই পালিয়ে যাচ্ছে

কৃষি আইন এর বিরুদ্ধে দিল্লিতে এতবড় একটা আন্দোলন চলছে সেখানে কারোর জানার প্রয়োজন নেই

2019 এ তৃণমূল এখানে 31 টা আসন পেয়েছে

এখানে পদ্মফুল ফুটবে না ফুটবেনা ফুটবেনা

অমিত শাহ তোমার দাদা হলে তোমার ভাইপোকে

আমাদের দলে উপসর্গহীন বেইমানেরা ছিল

মেরুদন্ড বিকিয়ে বিজেপিতে গেছো তুমি

আমি সারদা নারদা তে নেই

সিবিআই ইডি কিছু করতে পারবে না

শুভেন্দুর আক্রমণের জবাব অভিষেকের

তোমার বাবা আর ভাই এখনও তৃণমূল করে ওই একই বাড়িতে থাকতে লজ্জা লাগেনা

নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছিনা নাকি বাংলায় পদ্ম ফোটাবে

মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে আজকে বিজেপির কাছে গেছে

যতদিন মমতা ব্যানার্জি রয়েছ ততদিন কে এল কে গেল কিছু যায় আসে না

আমি চাই আমাদের দল ভাইরাস মুক্ত হোক

লড়াইয়ের ময়দানে দেখা হবেই

যারা বিজেপি থেকে পিঠ বাঁচিয়ে ভাবছেন বাংলার মানুষকে বোকা বানাবো, ওত সোজা নয়

নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কোথায়, নরেন্দ্র মোদী 2016 সালে নোট বন্দি ঘোষণা করেছিল, মমতা ব্যানার্জি 2000 সরকার অনলাইন পড়েছে, সেটা ছিল ভয়ের লাইন আর আমাদের লাইনটা ভরসার লাইন,

কথায় আছে যত দোষ নন্দ ঘোষ, গরু পাচার কোত্থেকে হয় সীমান্ত দিয়ে হয়, বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্বে রয়েছেন, মাথায় রয়েছে অমিত শাহ, তাহলে কে দায়ী?

সবকিছুর দায়িত্ব অমিত শাহ রয়েছে, তাহলে কে দায়ী

তৃণমূল ঘাস ফুলের দল ঘাস যত কাটবে তত বাড়বে

ঘাস কেটে শেষ করা যায় না

তৃণমূল কংগ্রেস না থাকলে সিপিএমের স্তাবকতার বন্দুকের নলের তলায় বেঁচে থাকতে হত এখনো

অনেকে বলে মমতা ব্যানার্জীও বিজেপির হাত ধরে ছিল, মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপাই এর হাত ধরেছিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্য হতে গেলে তোমাদের সাতবার জন্ম নিতে হবে

বাংলাকে হারানো অত সোজা না, বাংলা গুজরাট নয় মধ্যপ্রদেশ নয়

তৃণমূল কংগ্রেস করতে গেলে বুকের দম লাগে,

আগামী দিনে এই রাজনৈতিক কর্মসূচি চলবে

পরবর্তী পাঁচ বছরে ডায়মন্ডহারবার কে এক নম্বরে রাখার দায়িত্ব আমার

 

 

 

spot_img
spot_img

Related articles

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...

ওয়াকফ মামলা হস্তান্তর প্রধান বিচারপতির: কেন্দ্রের সুবিধার আশঙ্কা আইনজীবীদের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মামলা এবার শুনবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ। প্রধান...

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...