Thursday, August 28, 2025

স্টেডিয়ামের গ্যালারিতে নিজের নাম দেখে ক্ষুব্ধ বেদীর আইনি পদক্ষেপের হুমকি

Date:

অবিলম্বে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি গ্যালারি থেকে তার নাম সরাতে হবে। রীতিমতো ক্ষুব্ধ বেদী সাফ জানিয়েছেন, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তিনি ।
স্পিনের কিংবদন্তী তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী প্রথমে ডিডিসিএর প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলির মূর্তি ওই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে স্থাপনের জন্য বুধবার ডিডিসিএকে চিঠি লিখে তুলোধনা করেন। তখনই ওই গ্যালারি থেকে নিজের নাম সরিয়ে দিতে বলেছিলেন বেদী। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন যেখানে রাজনৈতিক নেতার মূর্তি থাকবে তেমন কোনও কিছুর সঙ্গে তিনি নিজের নাম জড়াতে চান না। কিন্তু ডিডিসি তার আবেদন সাড়া দেয়নি।
শনিবার ফের ডিডিসি এর বর্তমান সভাপতি রোহন জেটলিকে উদ্দেশ্যে আরেকটি চিঠিতে বেদী লেখেন,আমি মনে করি আমাদের দেশে মানুষদের এখনও অধিকার আছে কোথায় তার নিজস্ব নাম সম্মানের সঙ্গে ব্যবহৃত হবে সেটা ঠিক করার। দয়া করে আমাকে আইনি পথে যেতে বাধ্য করবেন না। বেদীর মন্তব্য, ‘এমন কোনও ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একদিন অথবা এক মিনিটও আমি যুক্ত থাকতে চাই না যেখানে এমন একজনের মূর্তি আছে, যিনি দিল্লিতে ক্রিকেটের মূল্য একদম নিম্নস্তরে নিয়ে গিয়েছিলেন।’
বেদীর এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা । যদিও স্বয়ং বেদী এই বিষয়ে তার অবস্থানে অনড় রয়েছেন বলে জানিয়েছেন ।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version