Tuesday, December 16, 2025

বিনয়-অনীত নন, পাহাড়ের এখনও শেষ কথা বিমলই, দাবি রাজু বিস্তের

Date:

কিশোর সাহা

বিনয় তামাং (Binay Tamang), অনীত থাপার (Anit Thapa) নামই উচ্চারণ করলেন না। কিন্তু বিমল গুরুং (Bimal Gurung) এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি বলে জানিয়ে দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত (BJP MP Raju Bist)। সোমবার শিলিগুড়ির (Siliguri) কাছে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, “বিমল গুরুং এখন যাইই করুন না কেন, তাঁর কাছে আমি কৃতজ্ঞ। কারণ, গত লোকসভা ভোটে দাঁড়ানো থেকে জেতা সবেতেই তাঁর বিশাল ভূমিকা ছিল। আমি মনে করি বিমল গুরুং এখনও পাহাড়ের মানুষের চোখেরমণি”।

বিমল গুরুং যে এখন নিয়ম করে দুবেলা বিজেপির বিরুদ্ধে পাহাড়বাসীকে প্রতারণার অভিযোগ তুলছেন। বিজেপিকে হারানোর জন্য তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছেন বলে রোজই ঘোষণা করছেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজু বিস্ত বলেন, বিমল গুরুং এখন যা বলছেন তা তৃণমূলের লিখে দেওয়া চিত্রনাট্য। “গুরুংয়ের মনের কথা কিন্তু আলাদা। সেটা আমি ভালই বুঝি”। এমনকী, গুরুংয়ের বিরুদ্ধে তাঁর কোনও বক্তব্য নেই বলেও তিনি জানিয়ে দেন।

সম্প্রতি পাহাড়ে ফিরে প্রতিদিনই বিমল গুরুং তৃণমূলকে (TMC) তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আনার জন্য প্রচার চালাচ্ছেন। সভাও করছেন পাহাড়ের গ্রামে গ্রামে। শিলিগুড়িতেও মিটিং-মিছিল করেছেন বিমল। তা নিয়ে বিজেপি অস্বস্তিতে পড়লেও এখনও কিন্তু কেউ বিমল গুরুংয়ের বিরুদ্ধে কোনও কড়া মন্তব্য করেননি। বিজেপি সূত্রের খবর, সকলেই আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি কোন দিকে গড়ায তা দেখতে চাইছেন।

এরই মধ্যে দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদের কথায় স্পষ্ট যে তাঁরা বিনয় তামাং, অনীত থাপাদের চেয়েও বিমল গুরুংকেই প্রাধান্য দিচ্ছেন। ফলে, বিনয়-অনীতদের বিজেপিতে টানার ব্যাপারে অন্তত দার্জিলিঙের বিজেপি সাংসদের ইচ্ছে যে তেমন নেই তা অনেকটাই স্পষ্ট। বিজেপি সাংসদ দাবি করলেন, পাহাড়ের মানুষ তৃণমূলের ছোঁয়ায় বেশি দিন থাকতে পারে না। বিমল গুরুং শিবিরের কয়েকজন নেতা জানান, বিজেপি সাংসদ নিজের মতামত দিয়েছেন এবং তা নিয়ে তাঁরা এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চান না।

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version