Wednesday, November 12, 2025

মমতার ছাতার তলায় বিরোধীদের একত্রিত হওয়া উচিত : পার্থ, প্রতিক্রিয়া দিল BJP-CPIM

Date:

সমস্ত শক্তির একত্রিত হওয়া উচিত। জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিবসেনা (Shiv Sena) তৃণমূল কংগ্রেসকে (TMC) সমর্থনের প্রসঙ্গে একথা জানিয়েছেন পার্থ।

পার্থ বলেছেন,’আমার রাজ্যস্তরেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামী মুখ। উন্নয়নের মুখ। তাঁর ছাতার তলায় বিরোধী দলগুলির একত্রিত হওয়াটাই স্বাভাবিক। না হলে মানুষ একত্রিত হবে।’

বামফ্রন্ট (CPIM) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) জানাচ্ছেন তৃণমূলের সঙ্গে বিজেপি-র কোনও পার্থক্য নেই। তাঁর বক্তব্য,’বিজেপির সঙ্গে তৃণমূলের খুব বেশি ফারাক নেই। বিজেপি ‘গেরুয়া’ রাজনীতি করে। আর উল্টোপথে গেরুয়া রাজনীতিকে সাহায্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

শিবসেনার বক্তব্যে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলছেন, ‘তৃণমূল, শিবসেনার মতো যারা প্রাদেশিকতার কথা বলেন, তারা বিজেপি-কে ভয় পাচ্ছে। কারণ, বিজেপি সারা দেশকে এক মনে করে। সঞ্জয় রাউতের (Sanjay Rout) মতো নেতারা যে রাজনীতি করছেন, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল আছে।’

উল্লেখ্য,দলের মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বিজেপি (BJP) তৃণমূলকে (TMC) ভাঙার চেষ্টা করছে। একা লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সময়ে মমতার পাশে থাকা উচিত বিরোধী দলগুলির। শুধুমাত্র শরদ পাওয়ার যোগাযোগ করেছেন মমতার সঙ্গে। কংগ্রেস (Congress) নেতৃত্বের করা উচিত। শিবসেনার দাবি, বিজেপি (BJP) বিরোধী দলগুলিকে ইউপিএ-র (UPA) ছাতার তলায় আসতে হবে। তাহলেই তৈরি হবে শক্তিশালী বিকল্প। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারগুলিকে অস্থির করে তুলেছে। এই অস্থিরতা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এভাবে চলতে থাকলে রাশিয়ার (Russia) মতোই ভেঙে যাবে ভারত (India)।’

আরও পড়ুন-মমতাকে নিয়ে গবেষণা করে ডক্টরেট

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version