Monday, November 10, 2025

গেরুয়া শিবিরে ক্ষোভের আগুন, রাগে দল ছাড়লেন গুজরাটের বিজেপি সাংসদ

Date:

দলের অন্দরে তাঁদের পরামর্শকে কোনওরকম গুরুত্ব দেওয়া হয় না। এমনই অভিযোগ তুলে বিজেপিকে(BJP) রীতিমতো তোপ দেগে দল ছাড়লেন গুজরাটের(Gujarat) বিজেপি সংসদ(BJP MP) মনসুখভাই ভাসভা(mansukhbhai bhasha)। ইতিমধ্যেই গুজরাটের বিজেপি সভাপতিকে চিঠি লিখে নিজের দল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন ওই সংসদ। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন আগামী বাজেট অধিবেশনে লোকসভায় সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে দেবেন তিনি। স্বাভাবিক ভাবেই গেরুয়ার শক্ত ঘাঁটি গুজরাটে এহেন ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পদ্ম শিবির।

সম্প্রতিক সময়ে একাধিকবার বিজেপি সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন ভাসভা। যার জেরে জাতীয় রাজনীতিতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় মোদি-শাহকে। শুধু তাই নয় দলের অভ্যন্তরে তার কথাকে কোনওরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় ওই সাংসদকে। বেশ কিছুদিন ধরেই এহেন পরিস্থিতিতে তার পর অবশেষে দলছাড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভাসভা।

আরও পড়ুন:বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি, বহিরাগত দেখলেই নালিশ করুন: মমতা

প্রসঙ্গত, মনসুখ ভাই ভাসভা বিজেপির বরিষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম। এর আগে ৩ বার লোকসভা নির্বাচন জিতে সাংসদ হয়েছেন তিনি। ২০১৪ সালে মোদী সরকারে প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরেই দল যেভাবে কাজ করতে শুরু করেছে তাতে প্রকাশ্যে সমালোচনায় সরব হয়ে ওঠেন ওই নেতা। অবশেষে দলত্যাগের কথা ঘোষণা করলেন তিনি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version