Wednesday, August 27, 2025

জনপ্লাবন- মঙ্গলবার বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) রোড শো (Road Show) নিয়ে এই উপমাই যথাযথ। গত রবিবার অমিত শাহের (Amit Shah) যে পথ বোলপুরে (Bolpur) রোড শো করেন, এদিন সেই পথেই নামেন তৃণমূল নেত্রী (Tmc)। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ( Anubrata Mandal) দাবি এই মিছিলে প্রায় ৩ লক্ষ জনসমাগম হয়েছে। মুখ্যমন্ত্রী জনসাধারণের সঙ্গে কথাও বলছেন।

বোলপুর লজ মোড় থেকে শুরু করে চৌরাস্তা মোড় হয়ে জামবনিতে (Jambani) গিয়ে শেষ হবে রোড শো। লজ মোড় থেকে জামবনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ছোট মঞ্চ করা হয়েছে। রোড শো শেষে সেখানে বক্তব্য রাখবেন মমতা।

সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনপ্লাবন। এই সম্পর্কে অনুব্রত মণ্ডল জানান, ভিড় বাড়াতে তাঁকে বাইরের কোন জেলা বা রাজ্য থেকে লোক আনতে হয়নি শুধু বোলপুরের আশপাশের লোকজন নেই এই জমায়েত। এই পথেই কয়েক দিন আগে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো-তেও যথেষ্ট জনসমাগম হয়। সেই সময় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছিলেন, বাইরে থেকে লোক এনে রোড শো-তে ভিড় বাড়ানো হয়েছে। এদিন অনুব্রত মণ্ডল বলেন অন্য জায়গা থেকে লোকাল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই শুধু জেলার লোক দিয়েই এই মিছিল।

এদিনের মুখ্যমন্ত্রী পদযাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে আটকে নেই, তাতে সংস্কৃতিক ছোঁয়া রয়েছে। মিছিলে রয়েছেন সেই বাউল যাঁর বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ করেছিলেন। এছাড়াও বিভিন্ন বাউল শিল্পী থেকে শুরু করে বাংলার শিল্পের বিভিন্ন আঙ্গিকের ধরা পড়েছে মিছিলে। রয়েছে দুটি সুসজ্জিত ট্যাবলো( Tableau)। মিছিলে তৃণমূল নেত্রীর পাশেই রবীন্দ্রনাথের ছবি হাতে হাঁটছেন সংসদ শতাব্দী রায় (Satabdi Ray)। সব মিলিয়ে একটি সুদৃশ্য জনজোয়ার বোলপুরের রাঙামাটির পথে।

আরও পড়ুন-নিশীথ-মিহির কোচবিহারে বিজেপির মুখ? প্রশ্ন দলের অন্দরেই

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version