নিশীথ-মিহির কোচবিহারে বিজেপির মুখ? প্রশ্ন দলের অন্দরেই

আদি বিজেপিদের ব্রাত্য করে কি নবাগতদের সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে কোচবিহারে (Coochbehar) লড়তে চাইছে গেরুয়া শিবির? তা নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। কারণ, এক সময়ের তৃণমূল (Tmc) যুব কংগ্রেস নেতা নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে (Bjp) যোগ দিয়ে টিকিট পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক ভাবে সাংসদকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে দলে। এবারে বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami) যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লিতে (Delhi) গিয়ে হাই প্রোফাইল (High Profile) নেতাদের হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা৷ তৃণমূল কংগ্রেসকে নাস্তানাবুদ করতে রাজ্যের নির্দেশে মিহিরকেও সামনে রেখেছে বিজেপি।

মিহিরের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের পুরোনো দিনের লড়াইয়ের আবেগকে কাজে লাগিয়ে শাসকদলের প্রবীণ বসে যাওয়া মুখগুলিকে গেরুয়া শিবিরে নিয়ে আসা। অন্যদিকে নিশীথ প্রামাণিকের লক্ষ্য তরুণ মুখগুলিকে গেরুয়া শিবিরের সঙ্গে রাখা৷ বিজেপিও ভরসা করছে মিহির-নিশীথ জুটিতে৷ মিহির গোস্বামী বিজেপিতে যোগদান পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন নিশীথ৷

অন্যদিকে এই প্রশ্ন উকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে আসা দুই মুখকে মাতামাতিতে বিজেপির দুর্দিনের নেতাদের বিরাগভাজন হবে না তো? যদিও বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা (Malati Rava) বিতর্কে জল ঢেলে বলেছেন, “বিজেপিতে গোষ্ঠী বিবাদ বলে কিছু নেই৷ সকলে মিলে একে ওপরের প্রতি সম্মান রেখেই সাংগঠনিক কাজ করছেন তারা। ” তবে দলের মধ্যেই বিষযটি নিযে নানা প্রশ্ন উঠেছে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন:রাজনীতিতে পা রাখছেন না রজনী, হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা থালাইভার