Sunday, November 9, 2025

রাজনীতিতে পা রাখছেন না রজনী, হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা থালাইভার

Date:

২০২০ সালের শেষলগ্নে বড় চমক দিয়েছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত(Rajinikanth)। তিনি ঘোষণা করে দেন নতুন বছরেই দক্ষিণের রাজনীতির ময়দানে পা রাখতে চলেছে তার নতুন দল। তবে সেই সিদ্ধান্ত থেকে অবশেষে পিছিয়ে এলেন সুপারস্টার(Suparstar)। সম্প্রতি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার ঘোষণা করে দিলেন রাজনীতির ময়দানে কোনওভাবেই পা রাখবেন না তিনি। অবশ্য রাজনীতি না করলেও মানুষের সেবায় নিঃস্বার্থভাবে তিনি যে কাজ করে যাবেন একথাও জানিয়ে দিয়েছেন। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত বদল করলেন থালাইভা? এদিন টুইট করে তার উত্তরও দিয়েছেন তিনি।

কয়েক সপ্তাহ আগে রজনীকান্ত ঘোষণা করেছিলেন ৩১ ডিসেম্বর নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন দক্ষিণের সুপারস্টার। যদিও সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে মঙ্গলবার টুইট করে তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি আমি রাজনীতির আঙিনায় কখনোই প্রবেশ করব না। এটা শুধুমাত্র আমি জানি ওই সিদ্ধান্ত ঘোষণার পর কি যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। আমার শারীরিক অসুস্থতাকে ঈশ্বরের তরফে দেওয়া একটি বার্তা হিসেবে আমি দেখছি।’ পাশাপাশি তিনি এটাও জানান, ‘রাজনীতির ময়দানে(Political field) পা না রাখলেও আমি সর্বদা মানুষের সেবা করে যাব। আমি জানি আমার এই সিদ্ধান্ত আমার অনুগামী ও বহু মানুষকে নিরাশ করবে। তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ একইসঙ্গে রজনীকান্ত স্পষ্ট ভাবে এটা জানিয়ে দেন, নিজের শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতিতে পা রাখছেন না তিনি।

আরও পড়ুন:অমর্ত্য সেনকে বেনজির ব্যক্তিগত আক্রমণ দিলীপের, পাল্টা সরব সৌগত

প্রসঙ্গত, গত শুক্রবার দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। জানা যায়নি তার রক্তচাপ জনিত সমস্যা মারাত্মক আকার নিয়েছে। অবশ্য কয়েকদিনের মধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন রজনী। রবিবার ছুটিও দিয়ে দেওয়া হয়ে তাঁকে। এরপর মঙ্গলবার টুইট করে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে দেন সুপারস্টার রজনীকান্ত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version