Sunday, May 4, 2025

শালীনতার সব সীমা অতিক্রম করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (amartya sen) কদর্য ব্যক্তিগত আক্রমণ। তাঁর বক্তব্য ও মতাদর্শ পছন্দ না হওয়ায় বাংলার অতি গর্বের বিশ্বখ্যাত শিক্ষাবিদকে মেঠো রাজনীতির নিশানা বানাতে ছাড়ছে না গেরুয়া শিবির।

মঙ্গলবার সকালে নিউটাউনের ইকো পার্কে মর্ণিং ওয়াকে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদকে। নাম করেই অমর্ত্য সেনকে আক্রমণ শানান তিনি। বলেন, অমর্ত্য সেন বলেছেন, লাভ জেহাদের মধ্যে জেহাদ থাকতে পারে না। ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি (bjp) শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক। আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। সেজন্য তাঁর এবিষয়ে কথা বলারই নৈতিক অধিকার নেই। যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের মানুষের দুঃখ কষ্টে নেই তার নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই। যারা শুনেছে তারা ডুবেছে। আমরা ডুবতে চাই না। দেশের মানুষের দুঃখ কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতিকথাও শুনব না।

ঘটনার সূত্রপাত বিজেপির বিতর্কিত লাভ জেহাদ আইনকে কেন্দ্র করে। সোমবার বস্টন থেকে একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লাভ জিহাদ (love jihad) প্রসঙ্গে মুখ খুলেছিলেন অমর্ত্য সেন। জানিয়েছিলেন, এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবনযাপনের অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লঙ্খন করা হচ্ছে। যে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্ম গ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক। অমর্ত্য দাবি করেন, এখনই এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত। এই আইনকে অসাংবিধানিক (unconstitutional) ঘোষণার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। এমন আইন সংবিধানকেই অপমান করে।

দিলীপকে পাল্টা বিঁধেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (sougata roy)। বলেছেন, অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে বারবার সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেকারণেই তাঁকে বিজেপির এত অপছন্দ।

 

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...
Exit mobile version